নিউজ পোল ব্যুরো:নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন এবার নতুন মোড় নিয়েছে। তাঁরা বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)সঙ্গে দেখা করেছেন এবং সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার মামলা দায়ের করার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। এই পদক্ষেপগুলো রাজ্য সরকারের ওপর চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/05/25/lalu-expels-tej-pratap-bihar-political-drama/
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিহারা শিক্ষকেরা বিকাশ ভবন থেকে সেন্ট্রাল পার্কের সামনে তাঁদের অবস্থান কর্মসূচিতে রাজি হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেন্ট্রাল পার্কে একসঙ্গে সর্বোচ্চ ২০০ জনের জমায়েতের অনুমতি দিয়েছেন। এরপরই পুলিশ পুরসভাকে ছাউনি, জল ও শৌচাগারের ব্যবস্থা করতে অনুরোধ জানায়। পুরসভা দ্রুত কাজ শুরু করলেও, ছাউনি তৈরির স্থান নিয়ে আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, পুলিশ দেখানো মূল জায়গা থেকে দূরে একটি ছোট ও অস্বাস্থ্যকর স্থানে ছাউনি তৈরি হচ্ছে। এটি নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।আন্দোলনকারীরা ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আলোচনার জন্য চিঠি দিয়েছেন এবং সোমবারের মধ্যে দেখা করার সময়সীমাও বেঁধে দিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চিঠিতে কেন দেখা করতে চাওয়া হয়েছে, তা উল্লেখ নেই। তিনি বলেছেন, সরকার সহযোগিতা করতে আগ্রহী এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু উল্লেখ করে চিঠি দিলে তিনি বসতে প্রস্তুত।
রবিবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সঙ্গে দেখা করার পর তিনি আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার মামলা করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, “তার উপরই সব নির্ভর করছে। লাভ হবে কি না, জানি না। তবে এ ছাড়া উপায় নেই।” এই পরামর্শ আন্দোলনকারীদের আইনি লড়াইয়ে নতুন দিশা দেখাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই পরিস্থিতিতে, এই আন্দোলন এখন কোন দিকে মোড় নেয়, বিশেষ করে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার মামলা দায়েরের বিষয়টি কতটা ফলপ্রসূ হয় এবং সরকার তাদের দাবি মানতে প্রস্তুত হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।