BSF : সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সাফল্যে জম্মুর সাম্বায় ‘সিঁদুর’ নামে সীমান্ত চৌকির নামকরণের প্রস্তাব

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: সীমান্তে অতন্দ্র প্রহরীর মত সেনার পাহারার জন্য দেশ এতটা নিরাপদ। সম্প্রতি ভারত-পাক উত্তেজনার আবহেই উত্তাপ বেড়েছিল সীমান্তে। পহেলগাঁও হামলার জবাব দেওয়ার পর উল্টো দিক থেকে পাকিস্তান গোলাবর্ষণ শুরু করে। তাতেই শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন বিএসএফ (BSF)। দেশের জন্য তাঁদের আত্মত্যাগের জন্যই বড় সিদ্ধান্ত নিল বিএসএফ। পাকিস্তান সীমান্তে ক্রস ফায়ারিংয়ে শহিদ দুই BSF জওয়ানের নামে নামকরণ করবে দুটি সীমান্ত চৌকির।

সাম্বার একটি সীমান্ত চৌকির নামকরণ করা হচ্ছে ‘সিঁদুর’। ১০ মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে গোলাবর্ষণের সময় শহিদ দুই জওয়ানদের নামেই হবে দুটি সীমান্ত চৌকি। বিএসএফ জম্মু ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, গোলাবর্ষণের জবাব দিতে গিয়ে তিন জওয়ান প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন সেনা সদস্যও রয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, “১০ মে সকালে পাকিস্তান আমাদের পোস্ট লক্ষ্য করে নিচু উড়ন্ত ড্রোন পাঠিয়েছিল।বিএসএফ এই ড্রোনগুলিকে সক্রিয়ভাবে প্রতিহত করে। তবে, এরকম একটি ঘটনার সময়, একটি মর্মান্তিক ঘটনা ঘটে যখন বিএসএফ সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ, কনস্টেবল দীপক কুমার এবং ভারতীয় সেনা নায়েক সুনীল কুমার একটি ড্রোনকে প্রতিহত করার চেষ্টা করছিলেন, ড্রোনটি একটি পেলোড ফেলে দেয় তাতে তিনজনই নিহত হন।” এরপরেই তিনি বলেন, “আমরা আমাদের হারিয়ে যাওয়া কর্মীদের নামে দুটি পোস্টের নামকরণ করার প্রস্তাব করছি, এবং সাম্বা সেক্টরে একটি পোস্টের নামকরণ করার প্রস্তাব করছি ‘সিঁদুর’।”

আরও পড়ুনঃ PM Modi’s Vow In Gujarat: “ভারত থেকে সন্ত্রাসবাদের কাঁটা অপসারণের সিদ্ধান্ত নিয়েতা” কড়া বার্তা মোদীর

আইজি শশাঙ্ক আনন্দ অপারেশন সিঁদুরের সময় ফরোয়ার্ড পোস্টে থাকা মহিলা জওয়ানদের (BSF) প্রশংসাও করেছেন। বলেছেন, “অপারেশন সিন্দুরের সময় বিএসএফের মহিলা জওয়ানরা ফরোয়ার্ড পোস্টে যুদ্ধ করেছিলেন। আমাদের সাহসী মহিলা সেনারা, সহকারী কমান্ড্যান্ট নেহা ভান্ডারি, কনস্টেবল মনজিত কৌর, কনস্টেবল মালকিত কৌর, কনস্টেবল জ্যোতি, কনস্টেবল সম্পা এবং কনস্টেবল স্বপ্না এবং অন্যান্যরা এই অভিযানের সময় পাকিস্তানের বিরুদ্ধে ফরোয়ার্ড পোস্টে যুদ্ধ করেছিলেন।” এদিন আইজি শশাঙ্ক আনন্দ নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্ত্রাসবাদীদের সম্ভাব্য অনুপ্রবেশের তথ্যের কথাও উল্লেখ করেছেন। বলেছেন, “সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড এবং ক্যাম্পে ফিরে আসা এবং নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সম্ভাব্য অনুপ্রবেশ সম্পর্কে আমরা অনেক তথ্য পাচ্ছি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT