নিউজ পোল ব্যুরো: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপের (Cyclone) জেরে ভাসবে বাংলার বেশ কয়েকটি জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েক জেলায় । হাওয়া অফিস জানিয়েছে এই নিম্নচাপের জেরেআগামী কয়েক দিন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি করবে। দুর্যোগের আশঙ্কা বাংলাজুড়ে। পর্যটকদের ওড়িশা-সহ বাংলার সমুদ্র উপকূল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই মৎস্যজীবীদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপকূলের জেলাগুলিতে বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যের ১০ জেলাতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
আরও পড়ুনঃ SSC Notification : এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই সময়ের আগে দেশে প্রবেশ করেছে বর্ষা। ভারী বৃষ্টিতে ভাসছে কেরল, বেঙ্গালুরু, মুম্বই সহ একাধিক রাজ্য। টানা বৃষ্টিতে জমেছে জল সৃষ্টি হয়েছে। যানজটেরও। আবহাওয়া দফতর জানিয়েছে পার্বত্য এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। এমনকি ধস নামার ও পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পাহাড়ি এলাকা এড়িয়ে চলারও পরামর্শও দেওয়া হয়েছে। নিম্নচাপের(Cyclone) জেরে কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির নীচে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT