Mizoram: ৭ রাজ্যের রাজধানী রেলপথে যুক্ত—আরও কাছে আসছে উত্তর-পূর্ব

দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন যুগে পা রাখল মিজোরাম (Mizoram)। রেলপথে এবার সরাসরি সংযুক্ত হল রাজ্যের রাজধানী আইজল (Aizawl)। উত্তর-পূর্ব ভারতের অবকাঠামোগত উন্নয়নের পথে এটি এক ঐতিহাসিক মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত ৫১.৩৮ কিমি দীর্ঘ রেললাইনে সফল ট্রায়াল রান সম্পন্ন করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (North East Frontier Railway)। এই নতুন পথ মিজোরামের (Mizoram) সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগকে আরও সুদৃঢ় করবে, খুলে দেবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা।

আরও পড়ুন: SSC Notification : এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাইরাং, যা আইজল থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত, সেখানে পৌঁছাতে এখন আর দীর্ঘ সড়কপথে ভরসা রাখতে হবে না। এই রেলপথে রয়েছে ৪৮টি সুড়ঙ্গ, ১৪২টি সেতু এবং একটি দৃষ্টিনন্দন প্রকৌশল বিস্ময়—ব্রিজ নম্বর ১৯৬, যার উচ্চতা ১০৪ মিটার। তুলনা করে বললে, এটি কুতুব মিনারের (Qutub Minar) থেকেও ৩২ মিটার উঁচু! সম্পূর্ণ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৫,০২১ কোটি টাকা।

গোটা উত্তর-পূর্বাঞ্চলকে রেলযোগে একত্রিত করার যে বড়সড় স্বপ্ন রেল মন্ত্রক দেখেছে, তারই অংশ এই প্রকল্প। এর আগে অসম (Assam), ত্রিপুরা (Tripura) এবং অরুণাচলপ্রদেশের (Arunachal Pradesh) রাজধানীগুলি রেলপথে যুক্ত হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল মিজোরামও (Mizoram) এই নিয়ে উত্তর-পূর্ব ভারতের চতুর্থ রাজ্য যার রাজধানী রেল সংযোগ পেল।

কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) খুব শীঘ্রই রেলপথের নিরাপত্তা খতিয়ে দেখবে এবং সম্ভবত ১৭ জুনের পর আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তখন থেকেই শুরু হবে নিয়মিত ট্রেন চলাচল।

‘অমৃত ভারতই’ প্রকল্পের সাহায্যে সায়রাং এই কেও দলীয় সমর্থন সমর্থন করছে। এই উন্নয়ন শুধু যোগাযোগ নয়, পর্যটন, ব্যবসা এবং শিক্ষা ক্ষেত্রেও এক নতুন দিগন্ত নেটওয়ার্ক মিজোরামের জন্য। উত্তর- ৭টি শহরের লক্ষ্যে অগ্রসর রেলপথ যুক্ত করার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT