নিউজ পোল ব্যুরো: নবান্ন থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে একাধিক বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন যা কিছু হবে সবটাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। শীর্ষ আদালতের নিয়ম মেনেই হবে বিজ্ঞপ্তি প্রকাশ(SSC Notification)। ৩০ মে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আদালতের অর্ডার যদি আমি না মানি তাহলে চাকরিহারারা বিপদে পড়বেন। আমরা সাধ্যমত করে যাব। আমাকে আইন মেনে করতে হবে। এত ভয় পাচ্ছেন কেন? চাকরি করছেন, করে যান। চল্লিশ পেরিয়ে গেলে তাঁরাও পরীক্ষায় বসতে পারবে। এতদিনের কাজের অভিজ্ঞতাও কাজে লাগবে।” এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ঘোষণা করেছেন। এক নজরে দেখে নিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা…
১. ৩০ মে নতুন নোটিফিকেশন
২. ১৬ জুন-১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে
৩. ২৪ হাজার ২০৩টি শূন্যপদে নিয়োগ
৪. প্যানেল ঘোষণা হবে ১৫ নভেম্বর
৫. নবম-দশমের জন্য প্রায় ১১ হাজার অ্যাডিশানাল ভ্যাকান্সি
৬. ৬,৯১২টি অতিরিক্ত শূন্যপদ একাদশ-দ্বাদশের জন্য
৭. ২০ নভেম্বর থেকে কাউন্সেলিং
এদিন মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশ(SSC Notification) ঘোষণার পাশাপাশি আরও জানিয়েছেন রিভিউ পিটিশনের দিকেও নজর রাখা হবে। মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা করে বলেছেন, “যাঁরা চাকরি করেছেন অথচ বয়স পেরিয়েছে, তাঁদের বয়সের জন্য আটকাবে না। এতদিন যাঁরা কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতার অ্যাডভানটেজ পাবেন।” চাকরিহারাদীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে রাজ্যের পিটিশনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT