Dumdum News: মানবিক উদ্যোগেই বিপদ: পথ কুকুরদের জন্য আশ্রয় খুঁজে যৌন হেনস্থার শিকার এক পশুপ্রেমী মহিলা, অভিযোগ দায়ের থানায়

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দমদম (Dumdum News) মিউনিসিপ্যাল লেনের একচিলতে ভাড়া বাড়িকে পথ কুকুরদের (Street Dogs) নিরাপদ আশ্রয় ও চিকিৎসার কেন্দ্র বানিয়েছিলেন এক পশুপ্রেমী মহিলা। ভালোবাসা থেকে শুরু হওয়া এই মানবিক প্রয়াসই অবশেষে তাকে এক অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্যে ঠেলে দেয়।

আরও পড়ুন: Prime Minister Modi: বালাকোটে প্রশ্ন ছিল, এবার উত্তর আছে! অপারেশন সিঁদুরের ভিডিও প্রমাণ

অভিযোগ অনুযায়ী, বাড়িতে (Dumdum News) ওঠার কয়েক সপ্তাহের মধ্যেই বাড়িওয়ালার ছেলে শুরু করেন অশালীন মন্তব্য, কুরুচিকর অঙ্গভঙ্গি (Women Harrasment)। শুধু মহিলা নয়, তাঁর সঙ্গে কাজ করা অন্যান্য স্বেচ্ছাসেবকদেরও লক্ষ্য করা হয় এই আচরণের। পরিস্থিতি চরমে পৌঁছায় চলতি মাসের তৃতীয় সপ্তাহে। মহিলার ফোনে পাঠানো হয় অশ্লীল ভয়েস মেসেজ ও পর্নগ্রাফিক লিঙ্ক, যা পাঠিয়েছে বলেই দাবি করা হয়েছে বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাড়িওয়ালার দ্বারস্থ হন মহিলা। কিন্তু তিনি উল্টে বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করুন’। বিষয়টি এখানেই থেমে থাকেনি। অভিযোগকারিণী জানান, এরপর থেকে তাঁকে দেওয়া হতে থাকে ভয়ঙ্কর হুমকি। বলা হয়, পাড়ার লোক ডেকে তাঁর উপর শারীরিক আক্রমণ চালানো হবে।

বারবার (Dumdum News) নাগেরবাজার থানায় অভিযোগ জানিয়েও তেমন কোনো তৎপরতা দেখতে পাননি বলে অভিযোগ মহিলার। অবশেষে সাত দিন পর পুলিশের তরফে ভারতীয় ন্যায় সংহিতার যৌন হেনস্থা সংক্রান্ত ধারায় এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়।

এই ঘটনায় এখনও পর্যন্ত বাড়িওয়ালা কিংবা তাঁর ছেলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পশুপ্রেমী মহিলার এই অভিজ্ঞতা সমাজে এক বড় প্রশ্ন তুলে দেয়—মানবিকতার পথে হাঁটতে গিয়ে কেন এত প্রতিকূলতা পোহাতে হয় একজন মহিলাকে? পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে, এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT