Manipur : “মণিপুর সরকার গঠনের জন্য প্রস্তুত ৪৪ বিধায়ক”, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেই বড় দাবি বিজেপি বিধায়কের

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুরে (Manipur) বড় কিছু রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। দুই জনজাতির মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল হয়েছিল মণিপুর। শতাধিক মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছিল। সেই ঘটনার পর অনেক জল গড়িয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর বুধবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করার পর বিজেপি বিধায়ক থোকচোম রাধেশ্যাম সিং দাবি করেছেন যে, মণিপুরের ৪৪ জন বিধায়ক রাজ্যে নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত।

বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী থোকচোম রাধেশ্যাম বলেছেন যে “জনগণের ইচ্ছা অনুযায়ী” সরকার গঠনে সম্মত হয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার ইম্ফলের রাজভবনে রাজ্যপাল অজয় ​কুমার ভাল্লার সাথে দেখা করার পর বিজেপি নেতা এই বিবৃতি দেন। “জনগণের ইচ্ছা অনুযায়ী একটি জনপ্রিয় সরকার গঠনে সম্মত হয়েছেন ৪৪ জন বিধায়ক। বিধায়করা সরকার গঠন করতে প্রস্তুত। আমরা রাজ্যপালকে এই বিষয়টি জানিয়েছি। আমরা সমস্যাগুলির সম্ভাব্য সমাধানের বিষয়েও আলোচনা করেছি। আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য প্রতিনিধি হিসেবে ১০ জন বিধায়ক রাজ্যপালের সাথে দেখা করেছেন… চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে।” তিনি আরও বলেছেন, “রাজ্যপাল আমাদের কথার কথা নোট করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তিনি জনগণের স্বার্থে যা কিছু পদক্ষেপ নেবেন তিনি তা করবেন।” তাঁর কথায়, “মানুষ অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। আগের মেয়াদে, কোভিডের কারণে দুটি বছর নষ্ট হয়েছিল, এবং এই মেয়াদে, সংঘাতের কারণে আরও দুটি বছর নষ্ট হয়েছে।”

আরও পড়ুনঃ PM Modi Visit in Bengal : আগামীকাল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, ছাব্বিশের নির্বাচন নিয়ে মোদীর বার্তার দিকে নজর

মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। ২০২৩ সালের মে মাসে মেতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর ২৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এই সহিংসতা মোকাবিলা নিয়ে এন বীরেন সিং সমালোচনার মুখে পড়েছিলেন। মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা বিজেপিকে কাঠগোড়াতেও তুলেছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো মণিপুর বিধানসভার সদস্য সংখ্যা ৬০ যার মধ্যে একটি আসন খালি। বিজেপি নেতৃত্বাধীন জোটে ৪৪ জন বিধায়ক রয়েছেন, যাদের মধ্যে ৩৭ জনই দলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT