India Pakistan Tension: ‘অপারেশন সিঁদুর’ জারি! স্কুল বন্ধ, জনসমাগমে নিষেধাজ্ঞা, চারটি রাজ্যে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায়

দেশ

নিউজ পোল ব্যুরো: নয়াদিল্লি (New Delhi) ও ইসলামাবাদের (Islamabad) মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন ও সাম্প্রতিক সীমান্ত (India Pakistan Tension) সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, ২৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের চারটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী রাজ্যে—গুজরাট (Gujarat), পাঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan) ও জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) একটি ব্যাপক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এই মহড়ার মাধ্যমে সীমান্ত এলাকায় জরুরি পরিস্থিতিতে নাগরিক প্রতিক্রিয়া এবং প্রতিরক্ষা প্রস্তুতি পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: S Jaishankar: “ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষ নয়, কাজ করেছে বাস্তবতা,” জানালেন এস. জয়শংকর

সূত্রের খবর, এই মহড়া চলাকালীন (India Pakistan Tension) সাধারণ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে। মহড়াটি (Mock Drill) একটি বৃহৎ পরিসরের সিমুলেশন অনুশীলনের অংশ, যার উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা এবং নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা।

উল্লেখ্য, কিছুদিন আগেই (India Pakistan Tension) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘অপারেশন অভ্যাস’ নামে একটি দেশব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়, যার আওতায় ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫০টির বেশি স্থানে নাগরিক সুরক্ষা অনুশীলন পরিচালিত হয়েছিল। সেখানে বিমান হানার সতর্কতা, সাইরেন, এবং নাগরিকদের নিরাপদ আশ্রয় গ্রহণের কৌশল শেখানো হয়।

এই প্রেক্ষাপটে, ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) আওতায় পাঞ্জাব রাজ্য ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। ফিরোজপুর (Ferozepur), অমৃতসর (Amritsar), পাঠানকোট (Pathankot) সহ একাধিক জেলায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। রাজস্থানেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে।

এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, যাতে জরুরি মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT