নিউজ পোল ব্যুরো: নোটবন্দি (Demonetization) নিয়ে ফের একবার আলোড়ন তুললেন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। তার দাবি, ২০১৬ সালের ঐতিহাসিক নোটবন্দির (Demonetisation) পরামর্শদাতাদের মধ্যে তিনিও অন্যতম ছিলেন। সম্প্রতি রাজ্যের কাডাপা জেলায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ফের বড় অঙ্কের নোট বাতিলের পক্ষে সরব হন। তার বক্তব্য, “৫০০ বা ২০০০ টাকার মতো উচ্চমূল্যের নোট বাজার থেকে তুলে দিলে প্রশাসনিক স্বচ্ছতা ফিরবে, দুর্নীতির শিকড় কাটা সম্ভব হবে।”
আরও পড়ুন: Mizoram: ৭ রাজ্যের রাজধানী রেলপথে যুক্ত—আরও কাছে আসছে উত্তর-পূর্ব
নায়ডুর (Chandrababu Naidu) মতে, ডিজিটাল লেনদেনই (Digital transactions) ভবিষ্যতের দিশা। অর্থনীতিকে মুদ্রাবিহীন পথে চালাতে হলে কেন্দ্রকে সাহসী পদক্ষেপ নিতে হবে, যেমনটি ২০১৬ সালে হয়েছিল। তিনি বলেন, “তৎকালীন সময়ে আমি নিজেই কেন্দ্রকে নোটবন্দির (Demonetisation) পরামর্শ দিয়েছিলাম। সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম নীতি আয়োগের অধীনস্থ কমিটিতেও, যার কাজ ছিল দেশকে দ্রুত ডিজিটাল অর্থনীতির (Digital economy) দিকে নিয়ে যাওয়া।”
প্রায় এক দশক পেরিয়ে এসে আজও চন্দ্রবাবু (Chandrababu Naidu) বিশ্বাস করেন, বড় নোট বাতিলের মতো পদক্ষেপ দেশজুড়ে কালো টাকা, ঘুষ এবং অবৈধ লেনদেন রুখতে কার্যকর হতে পারে। তার মতে, “এই ধরনের নোট অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়। যতক্ষণ না বড় নোট বাজার থেকে সরানো হচ্ছে, দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়।”
তবে চন্দ্রবাবুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনেকে প্রশ্ন তুলছেন, ২০১৬-র নোটবন্দি সাধারণ মানুষের যে ক্ষতি করেছিল, তা কি আবারও পুনরাবৃত্তি হবে? তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তার লক্ষ্য জনগণের ক্ষতি নয়, বরং অর্থনীতিকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করে তোলা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT