নিউজ পোল ব্যুরো: সন্ত্রাসবাদ (Terrorism) নিয়ে পাকিস্তানের দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিতে আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় হল ভারত (India)। কেন্দ্র সরকার গঠন করেছে সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল, যাদের কাজ বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদে মদতের প্রমাণ তুলে ধরা। এই প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। তিনি কুয়েতে (Kuwait) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: Indian Defence: ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই ভারতের প্রতিরক্ষা শক্তিতে ঐতিহাসিক রদবদল!
সূত্রের খবর, কুয়েতের (Kuwait) প্রচণ্ড গরমই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি (Ghulam Nabi Azad) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি বাকি বিদেশ সফরে অংশ নিতে পারছেন না। এই সফরের পরবর্তী গন্তব্য সৌদি আরব (Soudi Arabia) ও আলজেরিয়া (Algeria), যেখানে প্রতিনিধিদল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।
আজাদ (Ghulam Nabi Azad) তাঁর এক্স হ্যান্ডেলে (X-handle) লেখেন, “কুয়েতে (Kuwait) প্রচণ্ড তাপমাত্রার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন ঈশ্বরের কৃপায় অনেকটাই সুস্থ আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই।”
প্রতিনিধি দলের নেতা ও বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডা (Baijayant Jay Panda) এক্স-এ লেখেন, “গুলাম নবি আজাদ কুয়েতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সৌভাগ্যবশত এখন তিনি অনেকটাই ভালো আছেন। কুয়েত (Kuwait) ও বাহরাইনে (Bahrain) তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সৌদি আরব ও আলজেরিয়ায় আমরা তাঁকে মিস করব।”
এই সফরের মাধ্যমে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদে প্রত্যক্ষ ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বদ্ধপরিকর। পহেলগাঁও হামলা (Pahalgam Terror Attack) ও ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পর এই কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক স্তরে ভারতের সমর্থন বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT