Heavy Rain Alert: ভিজবে গোটা বাংলা! নিম্নচাপের জেরে কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: নিম্নচাপের জেরে আগাম বর্ষা (Heavy Rain Alert) ঢুকছে বঙ্গে। বঙ্গোপসাগরে ২৭ মে থেকে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) দিকে ছড়িয়ে পড়েছে। এর ফলে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির দাপট (Heavy Rain Alert) দেখা যাচ্ছে, এবং এই পরিস্থিতি চলবে সপ্তাহজুড়ে।

আরও পড়ুন: Weather Update Today: তাপপ্রবাহের কবলে একাধিক জেলা!

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, ২৮ মে, পশ্চিমবঙ্গের সব ক’টি জেলায় বিভিন্ন জায়গায় বৃষ্টি (Heavy Rain Alert) হবে। আগামীকাল, ২৯ মে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০ মে-তে রাজ্যের অধিকাংশ স্থানে বৃষ্টির দাপট বজায় থাকবে।

এদিকে, মৌসুমী বায়ু আগেভাগেই কেরল (Kerala) ও মুম্বইয়ে (Mumbai) প্রবেশ করেছে, যেখানে সাধারণত এটি ঢোকে ১ জুন নাগাদ। এবার সেই সময়সীমা আগানোয় বাংলা জুড়ে জুনের প্রথম সপ্তাহেই মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। তার আগ পর্যন্ত চলবে টানা প্রাক-বর্ষার বৃষ্টি। এই বৃষ্টিতে কৃষকদের মুখে হাসি ফুটলেও, দুর্যোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতা জারি (High Alert) করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে নদ-নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিশেষত পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।