নিউজ পোল ব্যুরো: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র তরফে জানানো হয়েছে নতুন নিয়ম সপ্তাহের শেষে রাখতেই হবে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে বিশেষ ক্লাস। এনসিইআরটির (ncrt) নির্দেশনা অনুযায়ী, দেশের ভাষা, সংস্কৃতি, খাদ্য সম্পর্কিত বিষয় নিয়ে চর্চার জন্য স্কুলের প্রায় ১০০ জন পড়ুয়াকে নিয়ে আলাদা করে মোট ২৮ ঘণ্টার একটি কোর্সের ক্লাস করাতে হবে সপ্তাহ শেষের দিনগুলিতে। অথবা, স্কুলের নিয়মিত পঠনপাঠন শেষ হওয়ার পরও এই আয়োজন করা যেতে পারে। এছাড়াও ‘ভারতীয় ভাষা সামার ক্যাম্প’ (summer camp) আয়োজনের নিয়মবিধি মেনে দেশের সমস্ত স্কুল নিয়ে সামার ক্যাম্প আয়োজন করার নির্দেশ জারি হয়েছে। পড়ুয়াদের পাশাপাশি যেন শিক্ষক শিক্ষিকারাও দেশের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস, সম্পর্কে সচেতন হতে পারেন, সেটাই সুনিশ্চিত করতে চায় কেন্দ্র।
আরও পড়ুন:Hera Pheri 3: “হেরা ফেরি ৩” কি তবে এইবার আইনি হেরা ফেরির মুখে!
ছোট ছোট গল্পের আকারে দেশের সেনাবাহিনীর কর্মকৌশল বোঝানো হবে পড়ুয়াদের। পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) কিংবা ‘অপারেশন বিজয়’ (Operation Bijoy) এর মতো অভিযান সম্পর্কে সচেতন করতে হবে পড়ুয়াদের। তাদের লেখা সেরা তিনটি বাছাই গল্প মর্নিং অ্যাসেম্বলির সময় অন্য পড়ুয়াদের শোনাতে হবে। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে যাতে পড়ুয়াদের গল্প বলা, লেখা কিংবা শোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, তা নিশ্চিত করতে হবে শিক্ষক শিক্ষিকাদের নিজেই। এই নির্দেশিকা নিয়ে দেশের প্রত্যেক স্কুলগুলো সহমত পোষণ করেনি মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, রাজ্যের স্কুলগুলির তরফে। এজন্য স্কুল শেষে আলাদা করে ক্লাসের প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন স্কুলের প্রধানশিক্ষক-শিক্ষিকারা। এবিষয়ে যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধানশিক্ষক অমিত সেন মজুমদার জানিয়েছেন, “সশস্ত্র সেনাবাহিনীর কার্যকলাপ সম্পর্কে পড়ুয়াদের সচেতন করাটাও সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবে শুধুই প্রতিরক্ষা বিভাগই নয়, দেশের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, খাদ্যাভাস এবং ভাষা নিয়েও সচেতন হতে হবে”।
গল্পের ছলে ভাষা, সংস্কৃতি ও খাদ্যের বৈচিত্র সম্পর্কিত বিষয়গুলি শেখাতে হবে। ভার্চুয়ালি দেখানো হবে দেশের বিভিন্ন শহর ঘুরিয়ে। জ্ঞান অর্জন করতে হবে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে বিভিন্ন ভাষার দেশাত্মবোধক গান শেখার সুযোগ মিলবে। সামার ক্যাম্প এবং কোর্সের ক্লাস শেষ হওয়ার পর নানা রকম কুইজ়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়ারা কি কি শিখল, তা যাচাই করা হবে। এনসিইআরটি-র নির্দেশিকা মেনেই রাজ্য, জেলা এবং স্কুল স্তরে সমস্ত বিষয়টি পরিচালনার দায়িত্বে থাকবেন বিভিন্ন বিভাগের আধিকারিক এবং স্কুলের প্রধানশিক্ষকেরা। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্কুল পাঠ্যক্রমে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সংযোজনের ইঙ্গিতও দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT