PM Modi : তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বিরক্ত বাংলার মানুষ, বঙ্গ সফরের আগে বড় পোস্ট প্রধানমন্ত্রীর

breakingnews কলকাতা দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। অপারেশন সিঁদুরের পর এটাই মোদীর (Narendra Modi) প্রথম বঙ্গ সফর (PM Modi)। মোদীর এই সফর ঘিরেই বিজেপির পালে নতুন করে হাওয়া লেগেছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিজেপি-নেতা কর্মীদের তৎপরতা তুঙ্গে। বঙ্গ সফরের আগে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছেন। যেখানে নিশানায় রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সেই পোস্ট ঘিরেই উত্তাল বঙ্গ রাজনীতি।

সামনের বছরে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই মোদীর বঙ্গ সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সফরের আগে বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেতে পারা সবসময়ই আনন্দের। আগামী কাল, ২৯ মে আলিপুরদুয়ার ও কোচবিহারের কর্মসূচিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভিত্তিস্থাপন রয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, পরিবেশের উন্নতি হবে এবং কর্মসংস্থান হবে’। এর পরেই বোমা ফাটিয়ে নমো লিখেছেন, ‘আগামীকাল বিকেলে আলিপুরদুয়ারে বিজেপি-র জনসভায় বক্তৃতা করব আমি। গত এক দশকে NDA সরকারের একাধিক প্রকল্পে উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। একই সঙ্গে, তৃণমূলের দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় তিতিবিরক্ত তাঁরা’।

তবে প্রধানমন্ত্রীর মোদীর পোস্টের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। পাখির ছবি পোস্ট করে তৃনমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পরিযায়ী শ্রমিকরা যখন আবারও ঋতুকালীন সফরে আসছেন, একটা সাধারণ প্রশ্নের উত্তরও দিয়ে যান: বাংলার ন্যায্য প্রাপ্য ১.৭ লক্ষ কোটি টাকা কেন আটকে রেখেছে কেন্দ্র’? সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, #AayeHoTohBataKeJao

আরও পড়ুনঃ PM Modi Visit in Bengal : আগামীকাল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, ছাব্বিশের নির্বাচন নিয়ে মোদীর বার্তার দিকে নজর

ইতিমধ্যেই গোটা আলিপুরদুয়ারকে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। শহর জুড়েই প্রধানমন্ত্রীর কাটআউট। চারিদিকে অপাপারেশন সিঁদুরের সাফল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার-হোর্ডিংও লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী এসে ঠিক কি বার্তা দেবেন সেই দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার সিকিম সফর সেরে আলিপুরদুয়ার পৌঁছবেন প্রধানমন্ত্রী। ২০২৬-এই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে প্রধানমন্ত্রীর বাংলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অন্দরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সভা থেকে কি প্রধানমন্ত্রী নির্বাচনী যুদ্ধের দামামা বাজিতে দেবেন। প্রধানমন্ত্রীর (PM Modi) সফর ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT