PM Modi Visit in Bengal : আগামীকাল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, ছাব্বিশের নির্বাচন নিয়ে মোদীর বার্তার দিকে নজর

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তার মধ্যেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। গোটা বিশ্ব দেখেছে ভারতের মাটিতে সন্ত্রাসবাদীরা রক্ত ঝরালে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এই আবহেই এবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। অপারেশন সিঁদুরের পর এটাই মোদীর (Narendra Modi) প্রথম বঙ্গ সফর (PM Modi Visit in Bengal)।

ইতিমধ্যেই গোটা আলিপুরদুয়ারকে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। শহর জুড়েই প্রধানমন্ত্রীর কাটআউট। চারিদিকে অপাপারেশন সিঁদুরের সাফল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার-হোর্ডিংও লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী এসে ঠিক কি বার্তা দেবেন সেই দিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার সিকিম সফর সেরে আলিপুরদুয়ার পৌঁছবেন প্রধানমন্ত্রী। ২০২৬-এই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে প্রধানমন্ত্রীর বাংলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অন্দরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সভা থেকে কি প্রধানমন্ত্রী নির্বাচনী যুদ্ধের দামামা বাজিতে দেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

আরও পড়ুনঃ Pak’s Murid base: মুরিদ ঘাঁটিকে কিভাবে লক্ষ্যবস্তু করেছিল ভারত সামনে এল নয়া উপগ্রহ চিত্র, বিরাট ক্ষতি পাকিস্তানের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকারের সাফল্য ও সামনে বঙ্গে নির্বাচন সব মিলিয়ে বিজেপি প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না । শেষবার ২০১৬ সালে ভোট প্রচারে আলিপুরদুয়ারেই এসেছিলেন মোদী। আর সেই একই জায়গা থেকেই ২০২৬-এর আগে প্রথম জনসভা করবেন। মোদীর আলিপুরদুয়ার সফর নিয়ে আগেই ফালাকাটার বিধায়ক দীপক বলেছেন, “অপারেশন সিঁদুর-পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজেই এখানে একটি প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক সভাটির প্রস্তুতির দায়িত্বে আমরা রয়েছি। সেই প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করে দিলাম।” অপারেশন সিঁদুরের পর দেশের একাধিক রাজ্য থেকেই সভা করছেন প্রধানমন্ত্রী মোদী। দেশের মানুষদের উদ্দেশ্যে জানাচ্ছেন ভারতের সেনা ঠিক কতটা শক্তিশালী। কিভাবে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে। তবে নির্বাচনের আগে মোদীর বঙ্গ সফর বঙ্গ বিজেপিকে অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT