Pak’s Murid base: মুরিদ ঘাঁটিকে কিভাবে লক্ষ্যবস্তু করেছিল ভারত সামনে এল নয়া উপগ্রহ চিত্র, বিরাট ক্ষতি পাকিস্তানের

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরোঃ পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদের আঁতুড়ঘড় গুঁড়িয়ে দিয়েছে ভারত। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ভারতের সাধারণ মানুষ ও ভারতের সেনা ঘাঁটি লক্ষ করে হামলা চালাতে থাকে। তারই জবাব দিতে ১০ মে রাতে ভারত পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাক বায়ুসেনার মুরিদ ঘাঁটি (Pak’s Murid base)। এমনকি ভারতের আক্রমণের জেরে পাক বায়ুসেনার প্রাক্তন হেডকোয়ার্টার নুর খান এয়ারবেসেওব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সামনে এল স্যাটেলাইট ইমেজ। সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পাক বায়ুসেনার মুরিদ ঘাঁটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

যে উপগ্রহচিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ১০ মে পাকিস্তানের মুরিদ বিমান ঘাঁটিতে অপারেশন সিন্দুরের সময় ভারতের হামলায় নষ্ট হয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার। মাক্সার টেকনোলজি নামে এক সংস্থা হামলার পর উপগ্রহচিত্রগুলি প্রকাশ করেছে। সেখনেই দেখা যাচ্ছে মুরিদ বিমান ঘাঁটির অভ্যন্তরে একটি ভারী সুরক্ষিত কমপ্লেক্সের প্রবেশপথ থেকে মাত্র ৩০ মিটার দূরে প্রায় ৩ মিটার প্রশস্ত একটি গর্ত তৈরি হয়েছে। ইন্টেল ল্যাবের ভূ-গোয়েন্দা গবেষক ড্যামিয়েন সাইমন জানিয়েছেন এই গর্ত দেখেই অনুমান করা হচ্ছে পাকিস্তান ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার তৈরি করেছিল তা নষ্ট হয়েছে ভারতের হামলায়। হামলায় নষ্ট হওয়া পাকিস্তানের জায়গা সম্ভবত কমান্ড-এন্ড-কন্ট্রোল ফাংশন বা ড্রোন অভিযানের সঙ্গে যুক্ত ছিল।

আরও পড়ুনঃ Chandrababu Naidu: নতুন নোটবন্দির পক্ষে ফের সরব চন্দ্রবাবু, বলেন, “দুর্নীতির ছুরি কাটতে ফের চাই বড় নোট বাতিল”

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত, মুরিদ ঘাঁটি পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান এবং ড্রোন। এটি সারগোধা বিমান ঘাঁটি এবং রাওয়ালপিন্ডিতে নূর খান বিমান ঘাঁটি উভয়কেই সমর্থন করে। ভারতের প্রত্যাঘাতে মুরিদ ঘাঁটি (Pak’s Murid base) ছাড়াও পাকিস্তানের সারগোধা, ভোলারি, জাকোবাবাদ, সুক্কুরের মতো একাধিক বায়ুসেনা ঘাঁটিও ব্যপক ক্ষতগ্রস্ত হয়েছে। মোট ১১টি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি এক রাতেই গুঁড়িয়ে দেয় ভারত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT