নিউজ পোল ব্যুরো: নিঃশব্দে কেঁপে উঠেছিল গোটা ঘর। কান্নার আওয়াজ যেন ছুঁয়ে যাচ্ছিল হৃদয়ের গভীরতম কোণ। মার্কিন যুক্তরাষ্ট্রে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) প্রেক্ষিতে একটি আবেগঘন ভাষণে কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor) তার শোক, ক্ষোভ এবং প্রতিবাদ প্রকাশ করলেন।
তিনি (Shashi Tharoor) বর্তমানে সর্বদলীয় ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এবং পানামার ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে বলেন, “আমরা কান্নার শব্দ শুনেছি, আমরা আর্তনাদ অনুভব করেছি। কিছু নারী চিৎকার করে বলছিল, ‘সন্ত্রাসীরা আমাকেও মেরে ফেলেছে।’ কিন্তু সন্ত্রাসীরা তাদের ফিরিয়ে দিয়েছে, এই বলে ফিরে যাও, বলো তোমার সঙ্গে কী হয়েছে।’”
এই আবেগঘন মূহুর্তে থারুর (Shashi Tharoor) বলেন, “যে সিঁদুর এক নারীর বিবাহিত জীবনের প্রতীক, সেই সিঁদুরকে নির্মমভাবে মুছে দিয়েছে সন্ত্রাসীরা (Terrorist)। ভারত আজ সিদ্ধান্ত নিয়েছে সেই সিঁদুরের রঙ হবে সন্ত্রাসীদের রক্তের রঙের সঙ্গে মিলিত।”
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব্যকেও সমর্থন করেন, যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন, “এই অপারেশন প্রয়োজন ছিল, কারণ ওই হামলায় ২৬ জন নারীর কপাল থেকে সিঁদুর মুছে ফেলা হয়েছিল তাদের স্বামী, পিতা, পরিবার কেড়ে নেওয়া হয়েছিল।”
থারুর তাঁর বক্তব্যে শুধু সন্ত্রাসের নৃশংসতা নয়, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে ভারতের ন্যায়বিচার প্রতিষ্ঠার সংকল্পও তুলে ধরেন। তিনি ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এই সত্য বার্তা অন্যদের কাছে পৌঁছে দিন। দুনিয়াকে জানাতে হবে, এই ভারত আত্মসম্মান আর সাহসের প্রতীক।”
এই সর্বদলীয় প্রতিনিধি দল গায়ানার সফর শেষ করে বর্তমানে তিন দিনের সফরে পানামা সিটিতে অবস্থান করছে। থারুরের সঙ্গে রয়েছেন দেশের নানা রাজনৈতিক দলের সংসদ সদস্যরা, যেমন তেজস্বী সূর্য, মিলিন্দ দেওরা, সরফরাজ আহমেদ প্রমুখ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT