প্রয়াত অপুর ‘দুর্গা’

বিনোদন

দেবোপম সরকার,কলকাতা : প্রয়াত অপুর ‘দুর্গা’। না ফেরার দেশে পথের পাঁচালীর ছোট্ট দুর্গা। প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী উমা দাশগুপ্ত। আকস্মিক নক্ষত্র পতনে শোকাহত চলচ্চিত্র জগৎ। চিরতরে হারিয়ে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী উমা দাশগুপ্ত। দীর্ঘদিন মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে আজ ১৮ ই নভেম্বর হলো জীবনাবসান। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা চলচ্চিত্র জগৎ।

সর্বপ্রথম মৃত্যু খবর নিশ্চিত করেন তাঁর কন্যা। প্রতিক্রিয়া দিয়েছেন তারকা সাংসদ চিরঞ্জিৎ চক্রবর্তী। সে সময়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জানান, তাঁর সঙ্গে বেশ কিছু বছর ওতোপ্রতভাবে জড়িয়ে ছিলেন তাই স্বাভাবিকভাবেই ঘটনায় শোকাহত তিনি। এর পাশাপাশি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অঞ্জন বসু। বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রের একটি নতুন ধারার মানুষ বলে তিনি নিজেকে ছোটো বয়সেই প্রমাণ করেছিলেন নিজস্ব বৈশিষ্ট্যে। তিনি আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সত্যজিৎ বাবুর নিজের দূরদৃষ্টি এবং সেই নায়িকাকে খুঁজে বের করা তাঁকে দিয়ে অভিনয় করানো, অভিনয় ফুটিয়ে তোলার মধ্যে যে আধুনিকতা তখন ছিল সেটা আজও সারা পৃথিবীর মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আমার খুবই দুঃখ হচ্ছে এরকম একজন প্রতিভাবান অভিনেত্রী আমাদের ছেড়ে চলে গেলেন।’

অভিনেত্রীর মৃত্যুতে পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘উনারা এতদিন ধরে জীবিত ছিলেন এটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার ছিল, খুবই দুঃখের খবর। ফুরিয়ে গেলেও উনারা চিরকাল থেকে যাবেন বিভূতিভূষণের কাহিনী এবং সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চিত্রায়ণে’।