নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার সল্টলেকের (Salt lake) এপিসি ভবনের সামনে আজ মঙ্গলবার একটি বড় বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভের মূল দাবি, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আওতায় ৯৫৩৩টি আসনের মধ্যে ৩০১ জনের দ্রুত নিয়োগ সম্পন্ন করা। বর্তমানে প্রায় শেষ হয়ে আসা এই নিয়োগ প্রক্রিয়ায় ৩০১ জনের নাম মেধা তালিকায় থাকা সত্ত্বেও এখনও তাঁরা নিয়োগ পত্র পাননি।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
এদিন, সল্টলেকে (Salt lake) বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন যে তাঁরা ২০১৪ এবং ২০১৭ সালের D.El.Ed পাস চাকুরীপ্রার্থী। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, পর্ষদ এবং সরকারের পক্ষ থেকে ১৫৩৩ জন শিক্ষক-শিক্ষিকার নিয়োগের জন্য যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ৩০১ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু, দীর্ঘ সময় পার হওয়ার পরেও তাঁরা এখনও নিয়োগ পত্র পায়নি, যা তাঁদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে, ৭ থেকে ১০ বছর ধরে অপেক্ষা করা শিক্ষিত চাকুরীপ্রার্থীরা এখন হতাশ ও মর্মাহত। তাঁদের একটাই প্রশ্ন, কবে তাঁরা নিয়োগ পত্র পাবেন এবং কবে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
চাকরিপ্রার্থীরা এই বিক্ষোভের মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি জানিয়েছেন, দ্রুত এই ৩০১ জনের নিয়োগ পত্র প্রদান করা হোক, যাতে তাঁরা এই দীর্ঘ সময়ের পর অবশেষে সরকারি চাকরি পেতে পারেন। তাঁদের মধ্যে অনেকেই এখন বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছেন, তাই তাঁদের দাবি, “এখন আর সময় ক্ষেপণ করতে না চাই, নিয়োগ পত্র দ্রুত পাওয়া চাই।” সল্টলেকের এপিসি ভবনের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে যোগ দিয়েছেন অনেক শিক্ষক-শিক্ষিকা প্রার্থী, যাঁরা এই দীর্ঘ অপেক্ষায় আর কোনোভাবে টিকে থাকতে পারছেন না। তাঁরা সরকারের কাছে ন্যায়বিচার ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
https://www.youtube.com/@newspolebangla
কলকাতার সল্টলেকের (Salt lake) এপিসি ভবনের সামনে আজ মঙ্গলবার একটি বড় বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভের মূল দাবি, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আওতায় ৯৫৩৩টি আসনের মধ্যে ৩০১ জনের দ্রুত নিয়োগ সম্পন্ন করা। বর্তমানে প্রায় শেষ হয়ে আসা এই নিয়োগ প্রক্রিয়ায় ৩০১ জনের নাম মেধা তালিকায় থাকা সত্ত্বেও এখনও তাঁরা নিয়োগ পত্র পাননি।