‘খাওয়া এবং ঘোরা’ কুম্ভ মেলার নতুন থিম

দেশ

নিউজ পোল ব্যুরো: এবার উপভোগ করা যাবে প্রয়াগরাজের মহাকুম্ভের অপরূপ সৌন্দর্য। মহাকুম্ভের ভক্তদের বিশেষ উপহার দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের একটি আন্তর্জাতিক স্তরের মিডিয়া সেন্টারে দোতলা বাস রেস্তোরাঁর উদ্বোধন করা হয় এদিন। এই ব্র্যান্ডটি কুম্ভমেলা থেকেই শুরু করা হয়েছে।

ভক্তদের নিরাপত্তা থেকে থাকা খাওয়ার কোনোটারই ত্রুটি রাখেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার নতুন এই রেস্তোরাঁর উদ্বোধনে খুশি ভক্তরা। মহাকুম্ভের সমস্ত খবর সারা বিশ্বে পৌঁছানোর জন্য একটি আন্তর্জাতিক স্তরের মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছে। সোমবার সেই মিডিয়া সেন্টারেই প্রথম দোতলা বাস রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। যার নাম রাখা হয়েছে পাম্পকিন। এখানে খেতে খেতেই ভক্তরা উপভোগ করবেন মহাকুম্ভের সৌন্দর্য্য। একসঙ্গে ২৫ জন খেতে পারবেন এই রেস্তোরাঁয়। তবে এই রেস্তোরাঁয় মিলবে নিরামিষ খাবার। থাকবে বিশেষ খালি।

এই উদ্যোগে ফুড কোর্টের প্রতিষ্ঠাতা জানান, মহাকুম্ভ থেকে এই ব্র্যান্ডের সূচনা করা হল। আগামী দিনেও ধর্মীয় স্থানগুলিতে চালু করার পরিকল্পনা আছে। পাশাপাশি কুম্ভে আগত ভক্তদের কথা মাথায় রেখে খাবারের দাম নির্ধারণ করা হয়েছে। মিডিয়ার সাংবাদিকরা পাবেন বিশেষ ছাড়। বাসের ভেতরে ও বাইরে বসানো হয়েছে বড় বড় এলইডি স্ক্রিন। যেখানে কুম্ভ মেলা সম্পর্কিত ছবি ও ভিডিও দেখা যাচ্ছে। এই উদ্যোগে খুশি ভক্তরাও।