নিজস্ব প্রতিনিধি, কলকাতা:– এবার থেকে বায়োমেট্রিক ব্যবস্থায় আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি বিয়ের রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আধার কার্ড (Aadhaar Card) যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। ভুয়ো পরিচয়পত্র দিয়ে বিয়ে করার প্রবণতা বন্ধ করতেই এই উদ্যোগ। এছাড়াও নতুন ব্যবস্থায় দেশ বিদেশের যেকোনো জায়গা থেকেই বায়োমেট্রিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রির নোটিস দিতে পারবেন পাত্র-পাত্রীরা। ২০২৫-২৬ সালের গোড়া থেকে এই নয়া নিয়ম চালু করতে চলেছে রাজ্যের আইন দফতর।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
আইন দফতর সূত্রে খবর, সাবধানতা অবলম্বন করতে এ বার থেকে বিয়ের সার্টিফিকেটের উপরে আঙুলের ছাপের ছবি রাখা হবে না। সেই জায়গায় আঙুলের ছাপ নেওয়ার কথা উল্লেখ করা হবে। আইন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এখন থেকে আর বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য অসংরক্ষিত ভাবে রাখা হবে না। আধার (Aadhaar Card) ও বায়োমেট্রিক সংক্রান্ত যে সব তথ্য বিয়ের প্রমাণ হিসাবে নেওয়া হবে, তা আইন দফতরের নিরাপদ জিম্মায় থাকবে। তাই তথ্য চুরি বা নকল করার সুযোগ থাকবে না। এমনকি কখনও যদি বিবাহ রেজিস্ট্রেশন সংক্রান্ত পোর্টাল হ্যাক হয়ে যায়, তাহলেও এই সংক্রান্ত নথি কোনও ভাবেই জালিয়াতদের নাগালের মধ্যে আসবে না।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
এবার থেকে বায়োমেট্রিক ব্যবস্থায় আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি বিয়ের রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আধার কার্ড (Aadhaar Card) যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। ভুয়ো পরিচয়পত্র দিয়ে বিয়ে করার প্রবণতা বন্ধ করতেই এই উদ্যোগ। এছাড়াও নতুন ব্যবস্থায় দেশ বিদেশের যেকোনো জায়গা থেকেই বায়োমেট্রিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রির নোটিস দিতে পারবেন পাত্র-পাত্রীরা। ২০২৫-২৬ সালের গোড়া থেকে এই নয়া নিয়ম চালু করতে চলেছে রাজ্যের আইন দফতর।