Ration corruption: শর্তসাপেক্ষে মুক্তি আনিসুর রহমান

অপরাধ রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার জামিনে মুক্ত রেশন দুর্নীতি (Ration corruption) মামলায় আরেক ধৃত। জামিনে মুক্তি হলো সমসাময়িক সময়ে গ্রেফতার হওয়া আনিসুর রহমান। একাধিক শর্তসাপেক্ষে মুক্তি হলো তাঁর। সেই কারণেই আদালতে জমা দিতে হবে পাসপোর্ট। তদন্তকারী অফিসাররা ডাকলেই হাজিরা দিতে হবে, ২৪ ঘণ্টা চালু রাখতে হবে মোবাইল ফোন এমনই একাধিক শর্ত দেওয়া হল তাঁকে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো


বর্তমানে রেশন দুর্নীতি (Ration corruption) মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের স্বার্থে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ আরও বেশ কয়েকজনকে। এরপরেও টার্গেটে ছিলেন প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী। তাঁদেরও জেরার মুখে পড়তে হয়।
গতবছর আগস্ট মাসে রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ তলব করেছিল ইডি। টানা ১৪ ঘণ্টা জেরা করা হয় তাঁদের, রাতে গ্রেফতার হন তারা।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এবার ৫০ লক্ষ টাকা ব‍্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন আনিসুর। সূত্রের খবর সাড়ে ১২ হাজার করে মোট ২৫ হাজার টাকার দুজন সিওরিটি বন্ড। এছাড়া একাধিক শর্ত মানতে হবে আনিসুরকে, পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে। নির্ধারিত শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে আনিসুরকে। তদন্তের স্বার্থে অফিসাররা ডেকে পাঠালেই দিতে হবে হাজিরা এমনই শর্তে আপাতত মুক্তি দেওয়া হচ্ছে তাঁকে। মোবাইলে যে নম্বরটি তিনি ব্যবহার করবেন সেটি দিয়ে রাখতে হবে তদন্তকারী সংস্থার কাছে। জেলের বাইরে থাকাকালীন সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না এ কথা স্পষ্ট করে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

https://www.youtube.com/@newspolebangla