নিজস্ব প্রতিনিধি কলকাতা: সন্দেশখালি ধর্ষণ কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের। আগামী সোমবার পরবর্তী শুনানি। নির্যাতিতার নিরাপত্তার নির্দেশ বহাল (দু’জন পুলিশ থাকবে তাঁর বাড়িতে)।
আবেদনকারী আইনজীবী বলেন: কেউ এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের ওপর ভরসা নেই তদন্তকারী সংস্থা বদলের আবেদন। সিআইডি কিম্বা সিটের হাতে দেওয়া হোক তদন্ত ভার।
রাজ্যের আইনজীবী: আবেদনকারী নিজের বয়ানে বলেছে তিন জন ব্যক্তির মুখ বন্ধ থাকায় আমি তাদের চিনতে পারিনি। তাহলে তিনি নাম বলছেন কী করে? অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। ঘটনা ঘটেছে ৭টা ৩০মিনিট নাগাদ। ঘটনার তিন ঘণ্টা পর অভিযোগ দায়ের। তদন্ত চলছে।