আবারও হেলে পড়ল আর একটি বহুতল

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর : বাঘাযতীন, ট্যাংরা, আগরপাড়ার বহুতল ভেঙে পড়ার ঘটনা এখনও সাধারণ মানুষের মনে তাজা হয়ে আছে আর এর মধ্যেই বাগুইহাটির জগতপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটলো। এরফলে আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড বাগুইহাটির জগতপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার অভিযোগ উঠল। হেলে পড়া বাড়িগুলি দেখে মনে হচ্ছে, একটি বিল্ডিং অপর বিল্ডিং এর গায়ে গা দিয়ে দাঁড়িয়ে। সেই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মন্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধান নগর পৌর নিগমের কাছে একটি লিখিত অভিযোগ জানালেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো। এই বাড়িগুলি কয়েক বছরের মধ্যেই তৈরী হয়ে যায়। বাড়িগুলিকে দেখে মনে হয়, একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাড়িগুলি এবং তা অত্যন্ত বিপদজনক। হেলে যাওয়া বাড়ির মালিক মিঠুন কর এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনকি জীবনহানির মতো ঘটনাও ঘটতে পারে এমন আশঙ্কায় করছেন স্থানীয় কাউন্সিলর ঝুঙ্কু মন্ডল। সেই মতো তিনি বিধাননগর পৌর নিগমকে লিখিত অভিযোগও জানিয়েছেন। বর্তমান স্থানীয় পৌরমাতা জানিয়েছেন, যে তাঁর সময়ে এই বিল্ডিং তৈরি হয়নি, পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশা নন্দীর সময়ে তৈরী হয়েছিল।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে বহুতল হেলে পড়ার বিষয়টি স্থানীয়দের নজরে পরে। পরপর দুটি বিল্ডিং হেলে পরে। এরফলে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। এরপর খবর দেওয়া হয় পুরসভায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। কিভাবে বা কার গাফিলতিতে এমনটা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।