Belghoria Expressway: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা!

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকাল থেকেই কুয়াশার দাপট। এক ধাক্কায় দৃশ্যমান্যতা অনেকটাই কমে যায়। এরই মধ্যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে (Belghoria Expressway) দুর্ঘটনা। ঢালাই কারখানার কাছে দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অ্যাপক্যাব। আহত ৩। আটক লরিচালক।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

এদিন সকালে, একটি অ্যাপক্যাব বেলঘরিয়া এক্সপ্রেস (Belghoria Expressway) হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ঢালাই কারখানায় পৌঁছানোর পরই ঘটনাটি ঘটে। হঠাৎ পেছন থেকে বালি ভর্তি একটি লরি ক্যাবটিকে ধাক্কা দেয়। লরির গতি বেশি থাকায় ক্যাবটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির দুই যাত্রী ও চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ক্যাবটিকেও। পুলিশ সূত্রে খবর, লরি চালককে আটক করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটল তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, অতিরিক্ত কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

https://www.youtube.com/@newspolebangla

ঘটনার পর লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ক্যাবটিকেও উদ্ধার করা হয়েছে। লরি চালককে আটক করা হয়েছে। লরিটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। লরির গতিবেগ কত ছিল, চালক মদ্যপ ছিলেন কি না, সব খতিয়ে দেখা হচ্ছে। কুয়াশার জেরে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। নিয়মমতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। এর ফলেসমস্যায় পড়েছেন যাত্রীরা।