নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের BGBS 2025 আগে আজকের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যে এবার তৃতীয়বার ক্ষমতায় আসার কারণে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে BGBS 2025 প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছেন,তাই রাজ্যে শিল্পকে স্থাপন করার জন্য এবার বড় ধরণের উদ্যোগ নিতে চলেছে রাজ্য প্রশাসন এমনটাই খবর নবান্ন সূত্রে।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
পাশাপাশি রাজ্যে সরকারি গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চুক্তিভিত্তিক চালক ও কন্ডাক্টার নিয়োগের বিষয়েও একটি প্রস্তাব আজকের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হতে পারে বলে জানা গেছে। সূত্রের খবর, ৮৭৫ জন চালক ও কন্ডাক্টার এই দফায় নিয়োগ করা হতে পারে। নবান্নে শেষ বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন এই পরিবহন দফতরকে নিয়ে। সূত্রের খবর সোমবারের রাজ্যে মন্ত্রীসভার বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
https://www.youtube.com/@newspolebangla
বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের।বঙ্গে বিনিয়োগের সুযোগ নিতে গোটা দেশের নামীদামি শিল্প সংস্থার কর্তারা আসছেন কলকাতায়।‘বেঙ্গল মিনস বিজনেস’-এই থিমকে সামনে রেখেই হচ্ছে এবারের শিল্প সম্মেলন।ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন বিশেষ গুরুত্ব পাবে সম্মেলনে। AI হাব নিয়েও এ বার হবে আলোচনা।
https://www.facebook.com/share/v/19GDUDSfiq/
এ বছর সিআইআই ও ফিকি-র জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই।মঙ্গলবার বিকেলেই চা-চক্রের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে এই সম্মেলন।সম্মেলনের অষ্টম এডিশনে যোগ দিতে চলেছেন চল্লিশটি দেশের প্রতিনিধিরা। আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।