Accident: রিলসের নেশায় ট্রেনের ছাদে উঠলো যুবক, তারপর যা ঘটলো

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: রিলসের নেশায় ট্রেনের ছাদে উঠলো যুবক, তারপরেই যা ঘটলো শুনলে শিউরে উঠবেন আপনিও। রিলসের নেশায় প্রতিদিন প্রতিনিয়ত চারিদিকে চোখ রাখলেই দেখা যায় ঘটে চলেছে কত শত ঘটনা।এবার তেমনই আরও এক মর্মান্তিক দুর্ঘটনার (Accident) সাক্ষী হল নদিয়ার কাঁদরা স্টেশন।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

নিত্য পথযাত্রীদের ভিড়ে কখনও দাঁড়িয়ে কেউ নেচে বাড়িয়ে চলেছেন ভিউ। বিন্দুমাত্র অস্বস্তিতে না পড়েও বানিয়ে ফেলেছেন রিলস। আবার কখনও এই রিলসের চক্করে মেতে নিজেকে ফেলেছেন বিপদে। যার উদাহরণ মিলেছে একাধিকবার। এবার তেমনই আরও এক মর্মান্তিক দুর্ঘটনার (Accident) সাক্ষী হল নদিয়ার কাঁদরা স্টেশন। রিলসের নেশায় ট্রেনের ছাদে উঠলো বছর ১৫-র ছাত্র। তারপরেই হাইভোল্টেজের সংস্পর্শে বিকট শব্দ, সঙ্গে সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা। কাটোয়া আমোদপুর রেল লাইনের কেতুগ্রামের ঘটনা। রিলস বানানোর নেশাতে মর্মান্তিক ঘটনা (Accident) ঘটল কাটোয়া আমোদপুর কাঁদরা স্টেশনে। আজ সোমবার দু’জন বন্ধুকে সঙ্গে নিয়ে কাঁদরা স্টেশনে আসে জিসান নামের ওই যুবক। সে রিলস বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরার ছাদে চড়েন যুবক।

https://www.youtube.com/@newspolebangla

সঙ্গে সঙ্গেই বিকট শব্দ, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ট্রেনের ওপরেই লুটিয়ে পড়ে দেহ। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবেই ট্রেনে উঠেছিলেন যুবক। কিন্তু এর পরেই হঠাৎ রিলসের ইচ্ছেতে ট্রেনের কামরার ছাদে উঠেই মারাত্মক দুর্ঘটনা বাধালো যুবক। হাইভোল্টেজ তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। যুবকের নাম নাম জিসান চৌধুরী(১৫)। ঘটনায় বেশ কিছুক্ষণ থমথমে হয়ে যায় স্টেশনের পরিবেশ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা। পরে খবর পেয়ে উদ্ধার করা হয় যুবকের দেহ।

https://www.facebook.com/share/v/19GDUDSfiq/

নভেম্বরে এই সেলফি তুলতে গিয়েই ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। সে বার মর্মান্তিক ঘটনাটি কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কা লেগেছিল ওই ২ জনের। নিহতদের একজন ছিল সপ্তম শ্রেণির ছাত্র, অন্য জন মাধ্যমিক উত্তীর্ণ। আপ পাঁশকুড়া লোকালের ধাক্কায় ২ কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়।