নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ- ফের অবৈধভাবে জমি তৈরীর অভিযোগ। এমন সময় যখন প্রতিনিয়ত বাড়ি হেলে পড়ার পরিস্থিতি তৈরী হচ্ছে তখনই জোরকদমে চলছিল পুকুর ভরাটের কাজ। হাওড়া (Howrah) পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের মাধব ঘোষ লেনে পুকুর ভরাট করে অবৈধভাবে জমি তৈরী করার অভিযোগ উঠেছে। এই পুকুরটিকে বাস্তু জমি হিসেবে রূপান্তরিত করার জন্য জাল নথি তৈরী করা হয়েছে। বিষয়টি নিয়ে হাওড়া (Howrah) পুরসভা তৎপর হয়ে ওঠে এবং রাতারাতি পুকুরটির আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করে।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
হাওড়া পুরসভা সূত্রে খবর, এই পুকুরটি প্রায় সাড়ে এগারো কাঠা জায়গা নিয়ে বিস্তৃত ছিল এবং এলাকায় জল নিকাশি ব্যবস্থায় এই পুকুরটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, পুকুরটি বাদাম পুকুর নামে পরিচিত ছিল এবং এটি এলাকার জল সঞ্চয় ও জল ব্যবহারের জন্য অপরিহার্য ছিল। কিন্তু এক অসাধু চক্র এই পুকুরের অর্ধেকেরও বেশি অংশ ভরাট করে ফেলে। পুকুরটির এই অবৈধ ভরাটের প্রতিবাদে স্থানীয় একটি ক্লাব এবং এলাকাবাসীরা একত্রিত হয়ে পুরসভায় অভিযোগ দায়ের করেন।
https://www.youtube.com/@newspolebangla
এই প্রসঙ্গে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, পুকুরটি পুরসভার রেকর্ডে পুকুর হিসেবেই চিহ্নিত আছে, অথচ জাল নথির মাধ্যমে বাস্তু জমি দেখিয়ে ভরাটের কাজ চলছিল, যা একটি গুরুতর অপরাধ। তিনি জানান, প্রয়োজনে এফআইআর দায়ের করা হবে এবং পুকুরটিকে পুরোনো অবস্থায় ফিরিয়ে আনার কাজ চালিয়ে যাবে হাওড়া পুরসভা। স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে বৈঠক করে ওই ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র বলেন, যিনি পুকুরটি বিক্রী করেছেন তাঁকে গ্রেফতার করতে হবে। পুরসভা পুকুরটির আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সঠিক পদক্ষেপ করেছে এবং এলাকার মানুষজনকে আশ্বাস দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
https://www.facebook.com/share/v/19GDUDSfiq/
পুকুর ভরাট করে প্রমোটিং এর করার অভিযোগ। যেখানে অহরহ দেখা যাচ্ছে বাড়ি হেলে পড়তে বা ভেঙে পড়তে; সেখানে এরই মাঝে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা, জোরকদমে চলছিল পুকুর ভরাট করার কাজ। এমনই অভিযোগ উঠে আসছে হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের মাধব ঘোষ লেনে।