Book fair: রাত পোহালেই শুরু বই পার্বণ

কলকাতা শহর শিক্ষা সংস্কৃতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বইয়ের মত বন্ধু আর কেউ নেই। আর সেই বই নিয়েই যে মেলা তা বহু মানুষের মধ্যে এক যোগসূত্র স্থাপন করে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা Book fair সেরকমই একটি সেতুবন্ধনের মাধ্যম। জার্মানির ফ্র্যাঙ্কফ্রুট বইমেলার আদলে কলকাতা বইমেলার সূচনা হলেও আজ জনপ্রিয়তার খাতিরে ফ্র্যাঙ্কফ্রুট বইমেলাকে Book fair পেছনে ফেলে এগিয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর এবারের মেলার থিম সেই জার্মানী।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

আগামীকাল ২৮ জানুয়ারি ৪৮ তম আন্তর্জাতিক বইমেলা। উদ্বোধন হবে ২৮ জানুয়ারি,বিকেল ৪ টায়। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান, গ্যোটে ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. মার্লা স্টুকেনবার্গ, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীগণ। এবছর আবুল বাশারকে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মাননা পুরস্কার প্রদান করবেন মুখ্যমন্ত্রী, যার অর্থমূল্য ২ লক্ষ টাকা।

https://www.youtube.com/@newspolebangla

এবারের বইমেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা বিপুল। প্রায় ১০০০ প্রকাশক এবং লিটল ম্যাগাজিনের প্রতিনিধিরা। জার্মানি ছাড়াও ব্রিটেন,আমেরিকা,ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা সহ বিভিন্ন লাতিন আমেরিকার দেশগুলো মেলায় অংশগ্রহণ করবে। এবারের মেলায় বিভিন্ন গেট রয়েছে, যেমন সলিল চৌধুরী-ঋত্বিক ঘটক গেট, গ্যোয়েট গেট, ম্যাক্সমুলার গেট এবং জীবনানন্দ-নজরুল গেট। মেলায় বিভিন্ন সরণির নামকরণ করা হয়েছে বিখ্যাত জার্মান এবং বাংলা সাহিত্যিকদের নামে যেমন রিলকে,ব্রেকট, কাফফা, মুলার, জয় গোস্বামী, রঞ্জন সরকার এবং সত্যব্রত ঘোষাল।

৪ ফেব্রুয়ারি বরিষ্ঠ দিবস হিসেবে ‘চিরতরুণ’ আয়োজন করা হবে, যেখানে সম্মাননা জানানো হবে জয় গোস্বামী, রঞ্জন সরকার এবং সত্যব্রত ঘোষালকে। এছাড়া মেলায় একটি ম্যাসকটও থাকবে- দু’টি হাঁস, হাসো ও হাসি যা মেলায় আগত সবাইকে স্বাগত জানাবে। এবারের মেলায় থাকছে লটারি, যেখানে ১৫ জন ভাগ্যবান বিজেতারা প্রতিদিন পাবেন ১০০০ টাকার বুক গিফট কুপন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা ম্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এখন। এই অ্যাপটি তৈরি করেছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন অনুযায়ী মেলার মধ্যে যে কোনো স্টল খুঁজে পাওয়ার সুবিধে থাকবে।