Aam Aadmi Party: ক্ষমতায় ফিরলে পাবলিক বাসে ফ্রি

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ- মাস ফুরোলেই কেন্দ্রীয় বাজেট, আর তরপরেই দিল্লীতে বিধানসভা নির্বাচন ৫ ফেব্রুয়ারী। রীতিমতো এখনই তেতে উঠেছে দিল্লীর রাজনীতির ময়দান। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি ঝড়ছে যেন ফুলঝুড়ির মতো সব রাজনৈতিক দলের একই অবস্থা। তবে থেমে নেই কেউই,কেউ বলছেন ক্ষমতায় এলে এটা করবো তো অন্যদল সঙ্গে সঙ্গেই পাল্টা বাণী দিতে একমুহুর্তও দেরী করছে না। তাই সরগরম এখন দিল্লীর রাজনীতি। আম আদমি পার্টি (Aam Aadmi Party) নিজেদের ইস্তেহার প্রকাশ করে পরিস্কার জানিয়ে দিয়েৈছেন ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষের আর কোনো টাকা লাগবে না পাবলিক বাসে সফর করতে গেলে,আর এখান থেকেই রজনীতির পারদ যেন আরও চড়তে শুরু করেছে।

Tamil Nadu: তামিলনাড়ুর দ্বীপগুলো কি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে?

দিল্লীর মানুষের জন্য যদি বিনামূল্যে এই সুবিধা চালু করা হয় তাহলে তো আর কথাই নেই,ফলে আশায় বুক বাঁধছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party)  সকলেই এমন মাস্টারস্ট্রোক দেওয়ার পর। তবে এখানেই কেজরিওয়ালের দল থেমে থাকেনি,তাঁরা পরিস্কার জানিয়েছে স্কুল পড়ুয়ারা মেট্রোতে যাতায়াত করতে পারবে অর্ধেক ভাড়ায়। সোমবারই আম আদমি পার্টির ইস্তেহার প্রকাশ করা হয়,সেখানে অরবিন্দ কেজরিওয়াল এদিন ১৫টি প্রতিশ্রুতির উল্লেখ করেছেন। এই ১৫ প্রতিশ্রুতির তালিকায় রয়েছে, দলের তরফ থেকে আগে বলা প্রতিশ্রুতিগুলিও।

উল্লেখ্য, এর আগেই আপ জানিয়েছিল আগামী দফায় ফের তারা ভোট জিতলে, সেখানকার ৬০, বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঘোষণা বুধবার করেন খোদ কেজরিওয়াল। তিনি বলেন দিল্লির সাধারণের যত্ন নেওয়া, খেয়াল রাখা তাঁদের কর্তব্য। জানা যাচ্ছে, এই নয়া প্রকল্পের নাম ভাবা হয়েছে ‘সঞ্জীবনী যোজনা‘। আপ ২০২৫ বিধানসভা নির্বাচন জিতলেই, এই প্রকল্পের আওতায় দিল্লির সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন প্রবীণরা, তেমনটাই জানিয়েছে দল। এর আগে আপ ফের ভোট জিতলে, মহিলাদের বিশেষ প্রকল্পের সহায়তা দেবে বলেও জানিয়েছিল। প্রতি মাসে সুবিধাভোগী মহিলাদের মিলবে ২১০০টাকা নগদ। এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, আপ ফের ক্ষমতায় ফিরলে, যমুনার পরিচ্ছন্নতা নিশ্চিত করবে, সমস্ত বাড়ির জন্য ২৪ ঘন্টা পানীয় জল সরবরাহ করবে, এবং দিল্লির সব রাস্তাঘাট উন্নত করবে