Madhyamik:প্যারাটিচার ও সিভিক থাকবে না মাধ্যমিক পরীক্ষায়

কলকাতা জেলা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আগামী ১০ই ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। গতবছরের মতো এইবছরও সিভিক ভলেন্টিয়ার এবং প্যারাটিচার এরা কেউই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)সংক্রান্ত কোন‌ও কাজের সঙ্গে যুক্ত থাকবে না,এমনটাই জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

পরীক্ষা (Madhyamik)হলে অভিভাবকেরাও প্রবেশ করলে তাঁদেরও সম্পূর্ণ তল্লাশি করা হবে। তবে সেটা করবে পুলিশ। সিভিক ভলেন্টিয়ার এবং প্যারাটিচার স্থানীয় হওয়ায় পরীক্ষার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে,পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ঢোকার নিয়ম নেই, তবে বিশেষ ক্ষেত্রে পরিস্থিতির প্রয়োজনে অভিভাবকদের ঢুকতে গেলে তা অনুমতি সাপেক্ষে ঢুকতে হবে।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

এর আগে দেখা গিয়েছে অভিভাবকরাই ছেলেমেয়েদের নকল করার সবকিছুই দিয়ে আসছেন এবং ধরাও পড়েছেন অনেক জায়গায়,তাই এবার কোনো অভিভাবকরা প্রবেশ করলে ঢোকা ও বেরোনোর সময় পুলিশ তাঁর দেহ তল্লাশি করবে। ওষুধ দেওয়া-সহ নানা অজুহাতে বিভিন্ন সময় অভিভাবকের পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করে অনেকে। এই ধরনের উদ্দেশ্য আটকাতেই দেহ তল্লাশি পুলিশের মাধ্যমে। তবে পড়ুয়াদের দেহ তল্লাশি পুলিশ নয় সংশ্লিষ্ট শিক্ষকরা করবেন। সিভিক ভলেন্টিয়াররা আইন রক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকতে পারবেন পরীক্ষা কেন্দ্রের গেটে বা সামনে থাকতে পারবেন না।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

পর্ষদ সূত্রে দাবি, অতীতে বিভিন্ন স্কুলে দেখা গিয়েছে অভিভাবকরাই বাচ্চাদের টুকলির সামগ্রী বা মোবাইল দিয়ে এসেছেন। বেশ কয়েকটি ক্ষেত্রে ধরাও পড়েছে তাঁরা। তাই অভিভাবক প্রবেশ করলে বিশেষ ক্ষেত্রে ঢোকা ও বেরোনোর সময় পুলিশ দেহ তল্লাশি করবে।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

ওষুধ দেওয়া-সহ নানা অজুহাতে বিভিন্ন সময় অভিভাবকের পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে অনেকে। এই ধরনের উদ্দেশ্য আটকাতেই দেহ তল্লাশি পুলিশের মাধ্যমে। তবে পড়ুয়াদের দেহ তল্লাশি পুলিশ নয় সংশ্লিষ্ট শিক্ষকরা করবেন।

সিভিক ভলেন্টিয়াররা আইন রক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকতে পারবেন পরীক্ষা কেন্দ্রের গেটে বা সামনে থাকতে পারবেন না। সিভিক ভলেন্টিয়ার স্থানীয় বাসিন্দা হওয়ার ফলে পরিচিত কোন‌ও পরীক্ষার্থী থাকতেই পারে। তার ফলে তার মাধ্যমে সুযোগ নিতে পারে ওই সংশ্লিষ্ট পরীক্ষার্থী। সবদিক বিবেচনা করেই এবার ও সিভিক ভলেন্টিয়ারে না মধ্যশিক্ষা পর্ষদের। আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা।