Student: অপমানে আত্মঘাতী নাবালিকা

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগণা:- বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নবম শ্রেণীর ছাত্রীর (Student) মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া পরিবারে, অন্যদিকে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার ইটিন্ডা গ্রামের ঘটনা।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

বুধবার বাড়িতে কেউ না থাকায় নবম শ্রেণির (Student) স্কুল ছাত্রীর দেহ নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকে। তারপর পরিবারের লোকজনের নজরে আসতেই নাবালিকাকে নামানো হয়। তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই স্কুল ছাত্রীকে, বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় ছাত্রীর।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

তবে, কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করল তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। স্কুল ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে পড়াশোনা নাকি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

অন্যদিকে স্কুলে ভর্তি হতে না পেরে অভিমানে আত্মঘাতী ছাত্রী। শোকের ছায়া ক্যানিংয়ের পরিবারে। নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল ১৪ নাসিমা মোল্লা। দশম শ্রেণিতে ভর্তি হতে টাকা চেয়েছিল বাবার কাছে টাকা চেয়েছিল। কিন্তু, টানাটানির সংসার। ভ্যান চালিয়ে কোনওমতে সংসার চালান বাবা। ইচ্ছা থাকলেও নিরুপায় বাবাব আর মেয়েকে ভর্তির টাকা দিতে পারেননি। কিন্তু, সেই অভিমান থেকে মেয়ে যে এই কাণ্ড করে বসবে তা ভাবতে পারেননি পরিবারের লোকজন। 

নাসিমা জীবনতলা থানার সারেঙ্গাবাদ ইট খোলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা যাচ্ছে। পরিবারের লোকজন বলছেন, টাকা জোগাড় করা হচ্ছিল। যথাসাধ্য চেষ্টা করছিলেন বাবা ইসমাইল মোল্লা। একদিন পরে টাকা এনে দেবেনও বলেছিলেন। কিন্তু, তাঁর আগেই বিষ খেয়ে ফেলে মেয়ে! শোকে পাথার হয়ে গিয়েছেন মা-বাবা।