শীত এলেও সবজির দামে আমজনতার নাভিশ্বাস

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারদের পতন অব্যাহত। রাজ্যে শীতের আমেজ অনুভূত হলেও স্বস্ত্বিতে নেই আমজনতা। শীতের সময় নানান ধরনের সবজি পাওয়া গেলেও সবজির দামে নাভিশ্বাস উঠেছে আমজনতার। শীতের আমেজে যখন রাজ্যে শান্তির মুখ, ঠিক তখনই চোখ রাঙানি দিচ্ছে সবজির দাম।

শীতের আমেজ পড়লেও সবজির ফলনে কম হওয়ায় স্বাভাবিকভাবে যোগান দিতে পারছে না কৃষকরা। যার ফলে চড়া দামে সবজি কিনতে নাজেহাল হচ্ছেন আমজনতা। টাস্ক ফোর্সের নজরদারিকে উপেক্ষা করেই আলু, পেঁয়াজ সহ সবজির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। প্রয়োজনে কাটছাঁট করে অল্প পরিমাণ সবজি কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। এবার একনজরে দেখা যাক বাজারদর:

পালং শাক ৬০ টাকা কিলো, মুলো ৬০ টাকা কিলো, কড়াইশুঁটি ২০০ টাকা, সিম ৮০ থেকে ১০০ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা কেজি, গাজর ১০০ টাকা, ধনেপাতা ১৫-২০ টাকা ১০০ গ্রাম। জ্যোতি আলু ৩২ টাকা, চন্দ্রমুখী আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৬৫ টাকা।