বেলডাঙা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব, জমা পড়বে আগামীকাল

আইন কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব। আগামীকাল বুধবারেই হাই কোর্টে রিপোর্ট জমা দেবে রাজ্য জানিয়ে দিলেন অ্যাডভোকেট জেনারেল। রিপোর্ট দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, মুর্শিদাবাদের বেলডাঙার মন্দিরকে কেন্দ্র করে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, তার জন্য এনআইএ তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টের। সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট করল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে জানাতে হবে পূর্ণাঙ্গ রিপোর্ট। অর্থাৎ ঘটনার দিন কী ঘটেছিল কীসের থেকে তার সূত্রপাত হয়েছে? কোন সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা? কোন প্রত্যক্ষদর্শী রয়েছে কিনা? এইসব তথ্য কলকাতা হাই কোর্টে রিপোর্টের মাধ্যমে আগামীকাল জমা দিতে নির্দেশ দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।