নিউজ পোল ব্যুরোঃ- সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ সঙ্গে ছিল ঝিরঝিরে বৃষ্টি। অনেকেই মনে করেছিলেন দিনের শুরুটাই যখন এরকম হল হয়তো বুঝি এবারের বাজেটটাও একই রকম হবে। অর্থাৎ, মানুষের মন জয় করতে পারবেনা এবারের বাজেট, কিন্তু বেলা যত বেড়েছে কুয়াশা ও মেঘ কেটে রোডের দেখা না মিললেও মিলেছে বেশ অনেক ক্ষেত্রেই এবার জনমুখী বাজেটের আভাস আর শেষবেলায় স্ট্রেট ড্রাইভে ছক্কা হাঁকিয়ে গোটা দেশবাসীর মন জয় করে ফেললেন নির্মলা সীতারমণ।
মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে স্কুল কলেজে ব্রডব্যান্ড, ক্যান্সার সহ জীবনদায়ী ৩৬টি গুরুত্বপূর্ণ ওষুধে সম্পূর্ণ কর মুকুব থেকে শুরু করে বীমায় বিদেশী বিনিয়োগ এবার ১০০ শতাংশই – এটা ছিল বাজেটের প্রথম অধ্যায়।
এতদূর বলার পর সকলেই ভেবেছিলেন সকাল থেকে খাতা পেন্সিল নিয়ে বসে থাকাটাই যেন সার হল। কিন্তু শেষবেলায় সংসদ ভবন থেকে শুরু করে গোটা দেশে যেভাবে নির্মল বাতাস বয়ে গেল তাতে খুব স্বাভাবিকভাবেই তৃতীয়বার ক্ষমতায় এসে নিজের মুন্সিয়ানা দিয়ে দেশবাসীর মন জয় করে নিল মোদী সরকার। আপামর দেশবাসীর এবারের বাজেটের প্রথম থেকেই নজর ছিল করছাড়ের ওপর আর শেষ বলে যখন সোজা ব্যাটে ছয় মেরে বল গ্যালারির বাইরে বার করে জানিয়ে দিলেন নির্মলা সীতারমণ – ১২ লক্ষ্য টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনো কর তখন যেন সুনামির মতো আছড়ে পড়লো মানুষের উচ্ছাস গোটা দেশ জুড়ে।
এক নজরে দেখে নেব এবারের বাজেট:-
১) ১২ লক্ষ্য টাকা পর্যন্ত আয় দিতে হবেনা কোনো কর।
২) স্কুল কলেজে মিলবে এবার ব্রডব্যান্ড পরিষেবা।
৩) ১২০টি নতুন বিমানবন্দর হবে গোটা দেশে।
৪) বিহারের জন্য বিশেষ প্যাকেজ ‘মাখানা’
৫) দাম কমল লিথিয়াম ব্যাটারি,ব্যাটারি চালিত গাড়ি, ইভি ব্যাটারি, মোবাইল, এলসিডি, এলইডি, বরফজাত মাছ।
৬) গোটা দেশে তৈরী হবে ১০০ টি অ্যাগ্রো রিসার্চ হাব।
৭) ক্যান্সার সহ ৩৬টি জীবনদায়ী গুরুত্বপূর্ণ ওষুধের ওপর সম্পূর্ণ কর ছাড়।
৮) ডাল উৎপাদনে এবার স্বনির্ভর হবে ভারত।
৯) কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ ৩ লক্ষ্য টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ্য টাকা করা হল।
১০) তুলো উৎপাদন দ্বিগুন করার লক্ষ্য।
১১) ক্ষুদ্র শিল্পের জন্য মাইক্রো ক্রেডিট কার্ড।
১২) ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে মহিলা পরিচালিত ইউনিট।
১৩) বিনা শুদে এবার রাজ্যকে ঋণ দেবে কেন্দ্র বিভিন্ন প্রকল্পের জন্য।
১৪) ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে মেডিক্যাল কলেজে।
১৫) চর্মশিল্পে ২২ লক্ষ কর্মসংস্থান।
১৬) মিড ডে মিলের বরাদ্দে বৃদ্ধি করল কেন্দ্র যা পরিচালনা হবে অঙ্গনওয়াড়ি মহিলাদের দ্বারা।
১৭) গোটা দেশের এ আই প্রকল্পে ৫০০কোটি টাকা বরাদ্দ।
১৮) দেশের শহরের উন্নয়নের জন্য বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা।
১৯) হোম স্টে তৈরিতে এবার মিলবে মুদ্রা লোন।
২০) আন্দামানে এবং লাক্ষাদ্বীপে তৈরী হবে বিশেষ ইকোনমিক জন।