কুম্ভমেলায় কোল্ডপ্লের সুর !

আন্তর্জাতিক বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো : বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর প্রধান ভোকালিস্ট ক্রিস মার্টিন এবং হলিউড তারকা ডেকোটা জনসন এবার মহাকুম্ভে! আধ্যাত্মিক ভারতের ঐতিহ্যবাহী এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন এই তারকা যুগল। ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের অন্যতম বৃহৎ মিলনক্ষেত্র কুম্ভ মেলা। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী, সাধু-সন্ন্যাসী ও আধ্যাত্মিক অনুসারীরা গঙ্গায় ডুব দিয়ে পবিত্রতার অনুভূতি গ্রহণ করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্রিস মার্টিন এবং ডেকোটা জনসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিস ও ডেকোটা কুম্ভে এসে অত্যন্ত বিনয়ের সঙ্গে অংশগ্রহণ করেন। তারা শুধু গঙ্গাস্নানই করেননি, বরং বিভিন্ন আচার-অনুষ্ঠানে যোগ দেন। দুজনকেই স্থানীয় পোশাকে দেখা যায়—ক্রিস পরেছিলেন একটি ঢিলেঢালা কুর্তা, আর ডেকোটা ছিলেন সাবেকি ভারতীয় শাড়িতে। এটা প্রথমবার নয়, ক্রিস মার্টিনের ভারতীয় সংস্কৃতির প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। এর আগেও তাঁকে ভারতের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে। ২০১৫ সালে তিনি দিল্লির রাস্তায় আচমকা গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এমনকি কোল্ডপ্লের জনপ্রিয় মিউজিক ভিডিও ‘হ্যামন ফর দ্য উইকেন্ড’-এও ভারতীয় ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছিলেন তিনি।

ডেকোটা জনসনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বহুবার ভারত ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। এবার মহাকুম্ভে এসে তাঁর সেই আগ্রহ আরও বাড়িয়ে তুললেন বলে মনে করছেন অনেকে। ক্রিস মার্টিন ও ডেকোটা জনসনের কুম্ভে অংশ নেওয়ার খবর দ্রুত ভাইরাল হয়। সোশাল মিডিয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ প্রশংসা করেছেন তাঁদের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহের জন্য। কোল্ডপ্লে ও ডেকোটা জনসনের মতো তারকাদের উপস্থিতি কুম্ভ মেলার প্রতি আন্তর্জাতিক আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। আধ্যাত্মিকতা, বিশ্বাস আর সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলনস্থল হিসেবে কুম্ভ এবার যেন আরও বেশি আলোচনায় উঠে এল।