নিউজ পোল ব্যুরো: লাখ টাকার স্বপ্ন সবাই দেখে। সেই স্বপ্ন সত্যি হতেও ভাগ্য লাগে। এবার বিপুল অঙ্কের লটারি জিতলেন এক মহিলা। কিন্তু এই খবর জানার পেছনে রয়েছে এক অদ্ভুত গল্প। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। মহিলার নাম জ্যাকলিন মাঙ্গুস, যিনি পেশায় নার্স।
ক্রিসমাসের আগের দিন তিনি একটি লটারি টিকিট কিনেছিলেন। কিন্তু পরে সেই টিকিটের কথা খেয়াল ছিল না তাঁর। হঠাৎই সেই টিকিট খুঁজে পান বাইবেলের মধ্যে। বাইবেলের পাতায় সযত্নে রাখা ছিল টিকিটটি, যা একেবারে অদ্ভুতভাবে তাঁর কাছে ফিরে আসে। তিনি তখনই সেই টিকিট নিয়ে লটারি বিক্রেতার কাছে যান এবং জানতে পারেন, ইংরেজি নববর্ষে জ্যাকপট জেতার মধ্যে তিনি একজন ভাগ্যবান বিজয়ী। জিতে থাকা অর্থের পরিমাণ ছিল প্রায় ৮ কোটি ৬৬ লক্ষ ডলার, যা শুনে যে কেউ চমকে উঠবেন। অথচ কিছুদিন আগেই এই টিকিটেরই কোনো হদিস ছিল না। তবে এতগুলো টাকা নিয়ে তিনি কি করবেন তা এখনও জানাননি।
তবে এমন ঘটনা অবশ্য একমাত্র জ্যাকলিনের নয়। কিছুদিন আগেই ২০ বছর বয়সী কার্লাইল নামক এক ব্যক্তি লটারি জিতেছিলেন, যার মূল্য ছিল প্রায় ৭৯.৫৮ কোটি টাকা। সেই টাকা পেয়ে তিনি খুব খুশি ছিলেন। এর আগেও জেমস ক্লার্কসন নামে এক ব্যক্তি ন্যাশনাল লটারিতে ১২০ পাউন্ড জিতেছিলেন এবং জানিয়েছিলেন যে, সেই টাকা কাজে লাগিয়ে আরও বড় কোনো লটারি জেতার পরিকল্পনা করছেন। এই ধরনের জয় নিয়ে বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন রকম।
জ্যাকলিনের মত অনেকেই এই টাকার মাধ্যমে নতুন কিছু করার কথা ভাবছেন। তবে এরকম বিপুল অঙ্কের অর্থ জয়ের পর তিনি কোন কাজে লাগাবেন সেটি এখনও স্পষ্ট নয়। তবে একথা বলা যায়, কারোর জীবনে এমন চমকপ্রদ ঘটনা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা হতে পারে।