কেন্দ্রীয় কেওয়াইসি ব্যবস্থার সংস্কার

Budget 2025 দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো : ২০২৫ সাল থেকে কেওয়াইসি প্রক্রিয়া আরও সহজ ও সুরক্ষিত হতে চলেছে। শনিবার বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় কেওয়াইসি ব্যবস্থাকে আরও কার্যকর করতে এক নতুন কাঠামো তৈরি করা হবে, যা গ্রাহকদের জন্য কেওয়াইসি প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করবে। বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে বারবার কেওয়াইসি আপডেট করতে হয়।

এটি সময়সাপেক্ষ ও অনেক ক্ষেত্রেই গ্রাহকদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া, ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই কেন্দ্রীয় কেওয়াইসি ব্যবস্থা চালু করলে একবার তথ্য নথিভুক্ত করলেই তা সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য বৈধ হবে, ফলে বারবার তথ্য জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানান, ২০২৫ সাল থেকেই নতুন কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রেশন ব্যবস্থা কার্যকর হবে। তিনি বলেন, ‘কেওয়াইসি প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে ২০২৫ সালে পুনর্নির্মিত কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রেশন চালু করা হবে। একটি সুবিন্যস্ত ব্যবস্থাকে বাস্তবায়িত করা হবে।’ তিনি আরও জানান, আধার, প্যান কার্ড, ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথির সুরক্ষা আরও জোরদার করা হবে।

কেন্দ্রীয় কেওয়াইসি হল একক একটি নথিভুক্তিকরণ ব্যবস্থা, যেখানে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য একটি কেন্দ্রীভূত রেজিস্ট্রিতে সংরক্ষিত থাকবে। এটি নিয়ন্ত্রণ করবে ‘সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটিজ ইন্টারেস্ট অফ ইন্ডিয়া’।
কেন্দ্রীয় কেওয়াইসি চালু হলে গ্রাহকদের প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানে আলাদা করে কেওয়াইসি জমা দিতে হবে না। একবার তথ্য আপলোড করলেই তা সমস্ত ব্যাঙ্ক, ইনস্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য বৈধ হয়ে যাবে। বারবার কেওয়াইসি আপডেট করার প্রয়োজন হবে না – একবার নথিভুক্ত হলেই তা বিভিন্ন প্রতিষ্ঠানে স্বীকৃত হবে।

কেন্দ্রীয় কেওয়াইসি-তে কী পরিবর্তন আসছে?

১) বারবার কেওয়াইসি আপডেট করার প্রয়োজন হবে না – একবার নথিভুক্ত হলেই তা বিভিন্ন প্রতিষ্ঠানে স্বীকৃত হবে।
২) সুরক্ষিত থাকবে গ্রাহকের তথ্য – আধার ও প্যান কার্ডের সম্পূর্ণ বিবরণ সরাসরি প্রকাশ্যে থাকবে না, বরং একটি ইউনিক আইডি তৈরি করা হবে যা দিয়ে প্রতিষ্ঠানগুলি গ্রাহকের কেওয়াইসি যাচাই করতে পারবে।
৩) আরও স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া – কেওয়াইসি সংক্রান্ত জটিলতা কমবে, গ্রাহকদের হয়রানি কম হবে।
৪) ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেন আরও সহজ হবে – কেন্দ্রীয় কেওয়াইসি ব্যবস্থা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও সুবিধাজনক হবে।

নতুন কেন্দ্রীয় কেওয়াইসি ব্যবস্থা চালু হলে ভারতীয় ব্যাঙ্কিং ও আর্থিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে। তথ্যের সুরক্ষা, দ্রুত যাচাই এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্য – এই তিনটি দিক মাথায় রেখে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। এখন দেখার, ২০২৫ সালে এই পরিবর্তন কীভাবে বাস্তবায়িত হয় এবং গ্রাহকদের অভিজ্ঞতা কেমন হয়।