মণ্ডপে ফুটে উঠলো সবুজ-মেরুনের সেকাল ও একাল

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট :- বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার ‘আমরা ক’জন’ ক্লাব এবারের সরস্বতী পুজোয় এক অভিনব থিম – মোহনবাগানের সেকাল ও একাল। ফুটবলপ্রেমী বাঙালির আবেগকে শ্রদ্ধা জানিয়ে, সবুজ-মেরুনের গৌরবময় ইতিহাসকে তুলে ধরেছে এই পুজো মণ্ডপ। মোহনবাগান শুধু একটি ক্লাব নয়, এটি বাঙালির আবেগ, গর্ব, এবং ঐতিহ্যের প্রতীক। তাই বসিরহাট, যা ‘মোহনবাগানের গড়’ হিসেবেই পরিচিত, সেখানে এমন একটি থিম যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবারের সরস্বতী পুজোয়। মন্ডপ চত্বরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে মোহনবাগানের ঐতিহ্যবাহী পালতোলা নৌকা। এই নৌকাই একসময় ১৯১১ সালে ব্রিটিশদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের প্রতীক হয়ে উঠেছিল, যখন মোহনবাগান প্রথমবারের মতো আইএফএ শিল্ড জয় করে। এই নৌকার প্রতীকী ব্যবহারের মাধ্যমে আয়োজকরা বুঝিয়ে দিয়েছেন যে মোহনবাগানের ঐতিহ্য কেবল অতীতেই সীমাবদ্ধ নয়, বরং তা বর্তমানেও সমানভাবে জ্বলজ্বল করছে।

মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাচ্ছে একাধিক ফটো গ্যালারি, যেখানে মোহনবাগানের সোনালী অতীত ও বর্তমান সাফল্য তুলে ধরা হয়েছে। একদিকে শৈলেন মান্না, চূনী গোস্বামী, গোষ্ঠ পালদের ছবি, অন্যদিকে ব‍্যারেটো, সনি নর্ডি, হুগো বৌমাস, দিমিত্রি পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে। এ যেন মোহনবাগানের এক ঐতিহাসিক ভ্রমণ, যেখানে ক্লাবের উত্থান, সংগ্রাম, সাফল্য এবং বর্তমান পরিস্থিতি একসঙ্গে ফুটে উঠেছে। শুধুমাত্র ইতিহাস নয়, বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে, সেই সব মুহূর্তগুলোকেও যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে ২০২৩ সালে আইএসএল ট্রফি জয়ের মুহূর্তটি একটি বিশেষ স্থানে রাখা হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে।

এই থিমের অন্যতম প্রধান উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে মোহনবাগানের গৌরবময় অধ্যায় তুলে ধরা। পূজার অন্যতম উদ্যোক্তা কৌশিক আড়ি বলেন, ‘বর্তমান সময়ের তরুণ সমাজ সোশাল মিডিয়া ও মোবাইল আশক্তির কারণে মাঠমুখী হওয়ার প্রবণতা হারিয়ে ফেলছে। আমাদের এই প্রয়াসের মাধ্যমে যদি তাঁরা মোহনবাগানের ইতিহাস ও সাফল্য সম্পর্কে জানতে পারে এবং অনুপ্রাণিত হয়ে মাঠে ফিরে আসে, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’ এছাড়াও, মণ্ডপে রয়েছে বিশেষ প্রদর্শনী, যেখানে মোহনবাগানের পুরনো জার্সি, ক্লাবের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের কাটআউট, ট্রফির রেপ্লিকা, এবং বিভিন্ন সময়ের ম্যাচের ক্লিপিংস প্রদর্শন করা হয়েছে।

প্রতিদিনই প্রচুর দর্শনার্থী ভিড় জমাচ্ছেন মণ্ডপে, শুধুমাত্র দেবীর দর্শন নয়, বরং মোহনবাগানের ইতিহাসের সাক্ষী হতে। সবুজ-মেরুনের এই থিমকে কেন্দ্র করে বসিরহাটের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের প্রয়াস ভবিষ্যতে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সাহায্য করবে এবং মোহনবাগানের প্রতি তাঁদের ভালোবাসা আরও গভীর করবে, এমনটাই আশা করছেন আয়োজকরা।