নিজস্ব প্রতিনিধি,হুগলি: ব্যান্ডেল (Hooghly) আমবাগানে রেল কোয়ার্টারের উচ্ছেদ নোটিশ নিয়ে বিতর্ক। বিধায়কের নেতৃত্বে আন্দোলনে তৃণমূল। আমবাগান (Hooghly) এলাকায় রেলের কোয়ার্টারে অনেক পরিবার দীর্ঘ বছর ধরে বসবাস করছে। সম্প্রতি রেল কতৃপক্ষ ওই কোয়ার্টারে বসবাসকারী পরিবারের জন্য একটি নোটিশ জারি করছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
নোটিশে বলা হয়েছে,৪৮ ঘন্টার মধ্যে বাসিন্দাদের কোয়ার্টার ফাঁকা করতে হবে। কোয়ার্টার ফাঁকা না করলে রেল কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে। এই নির্দেশ পূর্ব রেলওয়ে হাওড়ার পক্ষ থেকেই জারি করা হয়েছে। এই উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে তৃণমূল গোষ্ঠী প্রতিবাদ জানিয়ে আজ আমবাগান এলাকায় একটি সভা করে তৃণমূল। পরে তাঁরা একটি মিছিল করে ইন্সপেক্টর অফ ওয়ার্কস অফিসে গিয়ে প্রতিবাদ জানান।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান, ‘যতদিন পুনর্বাসনের ব্যবস্থা না করা হচ্ছে, ততদিন উচ্ছেদ করা উচিত নয়। যারা এখানে বসবাস করছেন, তাঁরা ৩০-৪০ বছর ধরে এখানে আছেন। তাঁদের অনেকেই রেলে চাকরি করতেন, তাঁদের উচ্ছেদ করা হলে তাঁরা কোথায় যাবে ? তিনি জানান, ব্যান্ডেল এলাকায় রেলের অনেক জায়গা রয়েছে সেখানে উন্নয়নের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ও হয়েছে আমরা সাহায্য করেছি।’
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
অন্যদিকে বসবাসকারী কৃষ্ণা মন্ডল জানান, ‘আমি পরিচারিকার কাজ করি। বাইরে ভাড়া থাকলে ৫০০০ টাকা লাগবে। এত টাকা কোথায় পাব? রেলের লোকেরা বলছে কোয়ার্টার ছাড়তে। না হলে গ্রেফতার করে নিয়ে যাবে। এই নিয়ে খুবই ভীত আমরা।’