নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মহাকুম্ভে দ্বিতীয়বার অগ্নি আতঙ্ক। মহাকুম্ভে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে রাখা হয়েছিল হট এয়ার বেলুন রাইড সহ বেশ কিছু এডভেঞ্চার স্পোর্টসের আয়োজন, সেখানেই আগুন। কমপক্ষে ৬ জন পুণ্যার্থীর ঝলসে গেলো দেহ। বেলুনের বাস্কেটের মধ্যে ছিলেন তাঁরা। তাদের মধ্যে আরও ১৩ জন ছিলেন বলে খবর। ১৬ বছরের দুই কিশোরীও ছিলেন ওই বাস্কেটে সঙ্গে আরও ৪ জন। ঘটনার পরপরই বেশ কিছু জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা।
সম্প্রতি মোহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনার পর আজ আবারও মৃত্যু ভয়। ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ কাটেনি এখনও এরমধ্যেই আবারও মহাকুম্ভে দুর্ঘটনা। হট এয়ার বেলুনে আগুন লেগে মাটিতে আছড়ে পড়ে ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। প্রয়াগরাজে স্পোর্টস এডভেঞ্চার আনতে রাখা হয়েছিল বেলুন, কিন্তু সেই কারণেই ঘটলো দুর্ঘটনা।উল্লেখ্য, এবারের মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের আকর্ষণ বাড়াতে একগুচ্ছ অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল জিপ লাইন, রক ক্লাইম্বিং, হট এয়ার বেলুন রাইডের ব্যবস্থা। বিশেষত হট এয়ার বেলুনে চেপে কুম্ভ পরিদর্শন নিয়ে পুণ্যার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়, তৎক্ষণাৎ মাটিতে আছড়ে পড়ে বেলুনটি। সঙ্গে সঙ্গে দাউদাউ জ্বলতে থাকে বেলুনটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বেশি উঁচুতে উঠতেই পারেনি বেলুনটি আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত বলে তাঁদের ধারণা।