নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে পার্ক সার্কাসের (Kolkata) পার্ক সার্কাসে ভয়াবহ দুর্ঘটনা একটি বিখ্যাত স্কুলের সামনে দুর্ঘটনা। ভুল লেনে ঢুকে পিকআপ ভ্যান একটি স্কুটারকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় স্কুটার চালক গুরুতর আহত হন। তবে এখনও পর্যন্ত কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পলাতক ভ্যান চালক। ঘটনায় তীব্র চাঞ্চল্য স্কুলের সামনে।ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
সূত্রের খবর, পার্ক সার্কাসের (Kolkata) দরগা রোডে মহাদেবী বিড়লা স্কুল রয়েছে, যেখানে সকালের দিকে ভিড় থাকে অভিভাবক ও পড়ুয়াদের। এছাড়া, চারমাথার মোড়েও অনেক পথচারী চলাফেরা করেন। স্কুলের সামনে রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে এক স্কুটার চালক রাস্তার একদিক দিয়ে যাচ্ছিলেন , অন্যদিকে ফ্লাইওভারের দিকে আসছিল পিকআপ ভ্যান। পিকআপ ভ্যানটি ভুল লেনে ঢুকে পড়লে স্কুটারের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ধাক্কায় স্কুটার চালক রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পার্কসার্কাসের মত জনবহুল রাস্তায় এমন দুর্ঘটনায় উদ্বিগ্ন পড়ুয়া ও অভিভাবকরা।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
জানা গিয়েছে, পিকআপ ভ্য়ানের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়েন ওই স্কুটার চালক। তাঁকে স্থানীয়রাই উদ্ধার করে ভর্তি করান চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। সেখানে আপাতত চিকিৎসা চলছে তাঁর। এখনও পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি। তিনি একটু স্থিতিশীল হলে পুলিশ তা জানার চেষ্টা করবে। অন্যদিকে, দুর্ঘটনার পর পলাতক ওই পিকআপ ভ্যানের চালক। আশপাশে তাঁর কোনও খোঁজ মিলছে না। পার্কসার্কাসের এই জনবহুল রাস্তা, যেখানে একটি স্কুলও রয়েছে, সেখানে এধরনের দুর্ঘটনায় উদ্বিগ্ন পড়ুয়া, অভিভাবকরা। তাঁদের অভিযোগ, সকালে যখন স্কুলের কচিকাঁরারা আসে, তখন এই রাস্তায় যথেষ্ট ভিড় থাকে। এই পরিস্থিতিতে আজকের এমন দুর্ঘটনা যে কোওদিনই ঘটতে পারে। তবে মঙ্গলবারের দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার বলে মনে করছেন তাঁরা।