নিউজ পোল ব্যুরো: বিয়ে বিতর্কে অবশেষে ইস্তফা ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি একটি বিতর্কিত ভিডিওর কারণে পদত্যাগ করেছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্লাসরুমে তাঁরই একজন ছাত্র তাঁকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওটি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
এরপর অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে বলেন, এটি একটি নাটকীয় দৃশ্য ছিল এখানে কোনো বিয়ে বা অন্য কিছু ঘটেনি। তিনি বলেন, পুরো ঘটনাটি একটি অভিনয়ের অংশ ছিল, যা তাঁদের বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাসের একটি অংশ ছিল। তবে ম্যকাউট কতৃপক্ষ তাঁর এই ব্যাখ্যাকে মেনে নেননি। কতৃপক্ষের তদন্ত কমিটি তাঁর নাটকের যুক্তি খারিজ করে দেয়। নাটকের তত্ত্ব খারিজ হতেই পদত্যাগ করেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান অধ্যাপিকা হিসেবে পায়েল বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সুনাম থাকলেও,এই ঘটনায় তাঁর পেশাগত জীবন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাঁর কাছ থেকে সঠিক ব্যাখ্যা পাওয়ার পরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায়, অবশেষে নিজের পদ থেকে ইস্তফা দেন।
অধ্যাপিকা বলেন, ‘এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। এটা একটা নাটকের অংশ ছিল এবং অনেক নাচ গানের ভিডিও ছিল সেখানে। অন্যান্য বিভাগের লোকজনও সেখানে অংশ নিয়েছিল। তবে, ওই নাচ গানের ভিডিওগুলো ভাইরাল হওয়ার বদলে কিছু ড্রামার অংশবিশেষ তুলে নিয়ে সেগুলো ভাইরাল করে দেওয়া হয়। করা এটি করেছে এবং কি উদ্দেশ্য নিয়ে করেছে সে সম্পর্কে আমি কিছু বলব না। কতৃপক্ষই এর প্রকৃত কারণ বের করবে। ছাত্রদের স্বার্থের কথা কেউ ভাবছে না। আমি সবসময় ছাত্রদের উৎসাহিত করি কিন্তু যারা এই ভিডিওগুলো ভাইরাল করেছে তারা কি চিন্তা করছে ছাত্রদের পরিণতি? এগুলো সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন।’