T20: প্রথম ওয়ান ডে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি

আন্তর্জাতিক ক্রীড়া দেশ

নিউজ পোল বিনোদন ব্যুরো :- টি-২০ (T20) সিরিজে ৪-১ ইংল্যান্ড হারের পর ৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি (T20) অনুষ্ঠিত হবে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ম্যাচ ৯ ফেব্রুয়ারি কটকের বরাবাটি স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১:৩০ টায় শুরু হবে। এই সিরিজের (T20) প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়া, ডিজনি+ হটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচগুলি দেখা যাবে।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

টি-২০ সিরিজে ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করেছে। ওয়ানডে সিরিজেও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। দলে বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও রয়েছেন, যা দলের শক্তি বাড়াবে। ক্রিকেটপ্রেমীরা স্টার স্পোর্টস চ্যানেলে টেলিভিশনের মাধ্যমে অথবা ডিজনি+ হটস্টার অ্যাপে অনলাইনে ম্যাচগুলি উপভোগ করতে পারবেন। ম্যাচের সময়সূচী এবং সম্প্রচার সম্পর্কিত আরও তথ্যের জন্য স্টার স্পোর্টসের অফিসিয়াল ওয়েবসাইট বা ডিজনি+ হটস্টার অ্যাপটি পরিদর্শন করতে পারেন।

ভারতের স্কোয়াড :- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি। ( তৃতীয় ওয়ান ডে তে ফিটনেস টেস্ট দিতে খেলতে পারেন জসপ্রীত বুমরা)

ইংল্যান্ডের স্কোয়াড :- জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, ফিল্ট সল্ট, জেমি স্মিথ, জেকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফ্রে আর্চার, গাস এইটকিন্সন, সাকিব মাহমুদ, আদিল রাশিদ, মার্ক উড।