সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা

অপরাধ আইন কলকাতা

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- বুধবার আনুমানিক সকাল সাতটায় সিঠি সিভিল
কোর্টে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে খবর। সিটি সিভিল কোর্টের ৮ম বেঞ্চের বিচারকের দায়িত্বে থাকা গোপাল নাথ এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। হেয়ার স্ট্রীট থানা এলাকায় অবস্থিত সিঠি সিভিল কোর্টের নিচতলার সিঁড়ির পাশে তার কপালে বুলেটের আঘাত সহ একটি চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে বলেই পুলিশ জানিয়েছে। তার পাশে পড়ে থাকা ৯ এমএম সার্ভিস পিস্তলের সাহায্যে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক হোমি সাইড শাখা এবং পুলিশ কুকুর।