চল্লিশেও অপ্রতিরোধ্য রোনাল্ডো, রইল তাঁর একগুচ্ছ রেকর্ড

আন্তর্জাতিক ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো :- বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলেন। ৫ ফেব্রুয়ারি, ২০২৫ সালে তিনি পা দিলেন চল্লিশে। বয়স শুধুমাত্র একটি সংখ্যা—এ কথা তিনি বারবার প্রমাণ করেছেন। এখনও মাঠে ঠিক আগের মতোই দাপট দেখিয়ে চলেছেন পর্তুগিজ তারকা। জন্মদিনে তাঁর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। বিশেষ করে, তাঁর স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে এসেছে বিশেষ বার্তা।

রোনাল্ডো যখন ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল এক নতুন ইতিহাস। মাদ্রিদের হয়ে নয়টি বছর কাটিয়ে গেছেন তিনি, যেখানে ক্লাবকে এনে দিয়েছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, তিনটি উয়েফা সুপার কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ ট্রফি। শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দল পর্তুগালের হয়েও তাঁর অর্জনের তালিকা দীর্ঘ। ইউরো ২০১৬ এবং নেশনস লিগ ২০১৯-এর শিরোপা এনে দিয়েছেন দেশকে।

জন্মদিনে রেকর্ডের উপহার

রোনাল্ডোর ৪০তম জন্মদিনের ঠিক আগে আরেকটি বিশাল মাইলফলক যুক্ত হল তাঁর ঝুলিতে। সম্প্রতি ক্লাব ফুটবলে ৭০০তম জয় ছুঁয়ে ফেলেছেন তিনি, যা এক বিরল কীর্তি। ফুটবল ইতিহাসে হাতে গোনা কিছু খেলোয়াড়ই এত সংখ্যক জয় পেয়েছেন। শুধু তাই নয়, তাঁর ক্যারিয়ারে রয়েছে অসংখ্য রেকর্ড—

১) সর্বাধিক আন্তর্জাতিক গোল: ১২৮ গোল (পর্তুগালের হয়ে)
২) চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা: ১৪০ গোল
৩) এক মৌসুমে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ গোল: ১৭ (২০১৩-১৪)
৪) রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা: ৪৫০ গোল
৫) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা: ১৪ গোল
৬) ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোল: ৮৬০+ গোল (চলমান)

৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন থামার নাম নিচ্ছেন না। সৌদি আরবের আল-নাসর ক্লাবে তিনি এখনও দুর্দান্ত ফর্মে আছেন, একের পর এক গোল করে দলকে জেতাচ্ছেন। তাঁর ফিটনেস, স্পিড, ড্রিবলিং, শুটিং—সবকিছুই বয়সকে হার মানাচ্ছে। তরুণ ফুটবলারদের জন্য তিনি আজও এক অনুপ্রেরণা। তাঁর জন্মদিন উপলক্ষে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি এবং জুভেন্টাসের মতো ক্লাবগুলো তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। পর্তুগালের ফুটবল ফেডারেশনও তাঁর অসামান্য অবদানের জন্য বিশেষ বার্তা দিয়েছে। সামাজিক মাধ্যমে তাঁর ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয় তারকাকে।

চল্লিশেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর খেলার প্রতি নিবেদন, কঠোর পরিশ্রম এবং জয়ের ক্ষুধা দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন। তিনি শুধু ফুটবল খেলেন না, ফুটবলকে উপভোগ করেন, ভালোবাসেন। তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায় এখনও অনেক কিছু বাকি রেখেছে, আর ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরও নতুন রেকর্ড দেখার জন্য।

শুভ জন্মদিন, কিংবদন্তি সিআর৭!