Breaking: কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

রাজ্য

নিজস্ব প্রতিনিধি,বারাসাত: বারাসাতে ১২ নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলে আগুন। রেলগেট সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ছয় থেকে সাতটি দোকান। আজ বুধবার দুপুরে আচমকাই বারাসাতের হরি তলা এলাকায় চারটি কাপড়ের দোকানে আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বারাসাত শিয়ালদা শাখার বারাসাত স্টেশন সংলগ্ন এই অঞ্চলে আগুন লাগার কারণ শর্ট সার্কিট। যদিও এই শর্ট সার্কিটের কারণ সম্পর্কে এখনও কিছু সরকারি ভাবে জানান হয়নি। আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের বেশ কিছু কাপড়ের দোকান। আগুনের তীব্রতায় দোকান ছেড়ে পালিয়ে যান হকাররা। হতাহতের কোন খবর নেই।