Trade conference: প্রথম দিনেই একাধিক বিনিয়োগের প্রস্তাব

কলকাতা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- বাণিজ্য সম্মেলনের (Trade conference) প্রথম দিনেই একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেল রাজ্য সরকার। রিলায়েন্স গোষ্ঠী, জিন্দল গোষ্ঠী , আরপিজি, অম্বুজা নেওটিয়া, আইটি গোষ্ঠী রাজ্যে নতুন বিনিয়োগের কথা ঘোষণা করছেন। (Trade conference) সব থেকে বড় লগ্নির ঘোষণা করেছেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের শিল্পবান্ধব ভাবমূর্তির ভুয়সী প্রশংসা করে চলতি দশকের শেষে আরো পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। রিলায়েন্সের বিনিয়োগ সংক্রান্ত তথ্য দিতে গিয়ে আম্বানি জানান, ২০১৬ সালে এরাজ্যে কোম্পানির বিনিয়োগ ছিল ২০০০ কোটি টাকার কম। কিন্তু, এখন এখানে ৫০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে। আগামী ১০ বছরের মধ্যে এই বিনিয়োগ দ্বিগুণ হবে ও রাজ্যে প্রায় এক লক্ষ কর্মসংস্থান হবে।
তিনি বলেন, “আগামী এক দশকে রাজ্যে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ বেড়ে হবে এক লক্ষ কোটি টাকা। আগামী বছর দীঘায় ডেটা সেন্টারও চালু করা হবে। ”
বিজিবিএস-এ আগত শিল্পপতিদের উদ্দেশে আম্বানি বলেন, “এই মুহূর্তে বাংলা ইকোনমি ও ব্যবসায়িক ক্ষেত্রে এক রেনেসাঁ প্রত্যক্ষ করছে। এটাই বাংলায় বিনিয়োগ করার মোক্ষম সময়। বাংলার মানুষই হল বাংলার সব থেকে বড় শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ব্যবসার ক্ষেত্রকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে।
আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী। তিনি বলেন,” এবার ‘গ্লোবাল হাব ফর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স’ হবে কলকাতায়। গোটা বিশ্বতে রেকি করে বেছে নেওয়া হয় কলকাতাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপের জন্যবিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। ” শুধু তাই নয় বাংলার বিনিয়োগ-বান্ধব পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীব পুরী। তাঁর কথায়,’ লক্ষ্ণীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে রাজ্যকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে । তাই আমরা আশাবাদী এই মঞ্চ থেকে আগামী দিন রাজ্য আরও সুন্দর হয়ে উঠবে।’
অন্যদিকে এদিনের সম্মেলনে বক্তব্য রাখেন অম্বুজা-নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়ার। তাঁর মুখেও শোনা যায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা। নেওটিয়া বলেন,’ বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে। হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগ করা হবে । আগামী দিনে বাংলায় ৫ টি হাসপাতাল তৈরি করবে নেওটিয়া গ্রুপ ।’ একথায় বলা যায়, বাংলায় স্বাস্থ্য কাঠামো উন্নতিতে এবার বিনিয়োগ করতে চলেছে নেওটিয়া গ্রুপ । আর পি জি গোষ্ঠীর প্রধান সঞ্জীব গোয়েনকা জানান এরাজ্যে তার সংস্থার দশ হাজার কোটি টাকার প্রকল্প রূপায়নের পথে অনেকটাই অগ্রসর হয়েছে।