Army Chief: কলকাতায় ভুটানের সেনাপ্রধান

breakingnews আন্তর্জাতিক দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণ গ্রহণ করেই ভ্রমণের উদ্যেশ্যে কলকাতায় পা ভুটান সেনা প্রধানের (Army Chief )। ভুটান সেনাবাহিনীর প্রধান (Army Chief )লেফটেন্যান্ট জেনারেল বাতু ছেড়িং-এর বিদেশ সফর, বৃহস্পতিবার এলেন কলকাতায়। আসার পরেই বিজয় দুর্গে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা গেল তাঁকে।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

কলকাতায় এলেন রয়্যাল ভুটান আর্মির চিফ অপারেটিং অফিসার (COO) লেফটেন্যান্ট জেনারেল বাতু ছেড়িং। সফরে এসেই কলকাতার বিজয় দুর্গে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে সেনাবাহিনীর সিওও বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভুটান সেনাপ্রধান। সেদিন ভুটান সেনা প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের। শুধু এ দেশের নয়, পাশাপাশি

ভুটানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে। বিজয় স্মারক গেট বা ফোর্ট উইলিয়াম গেটের কাছে ভুটান সেনাপ্রধানকে স্বাগত জানান ভারতীয় সেনার চিফ অফ স্টাফ আর কে শ্রীকান্ত ও জি ও সি হেডকোয়ার্টার।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

এই অনুষ্ঠানে ভুটান ও ভারতের মধ্যে সামরিক সম্পর্কের দৃঢ়তা এবং পারস্পরিক সহযোগিতার বার্তা প্রতিফলিত হবে এমনটাই আশা করেন তাঁরা। ভুটানের লেফটেন্যান্ট জেনারেল বাতু ছেড়িং-এর এই সফর আরও বেশি মসৃণ করবে দুই দেশের বন্ধুত্বকে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে বলে দাবি বিশেষজ্ঞদের।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

এই অনুষ্ঠানে ভুটান ও ভারতের মধ্যে সামরিক সম্পর্কের দৃঢ়তা এবং পারস্পরিক সহযোগিতার বার্তা প্রতিফলিত হবে এমনটাই আশা করেন তাঁরা। ভুটানের লেফটেন্যান্ট জেনারেল বাতু ছেড়িং-এর এই সফর আরও বেশি মসৃণ করবে দুই দেশের বন্ধুত্বকে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে বলে দাবি বিশেষজ্ঞদের।