সাবওয়ের দাবিতে রেল অবরোধ

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের লোকাল ট্রেনে ভোগান্তি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ। অফিস টাইমে ব্যাহত ট্রেন চলাচল। যার জেরে ভোগান্তিতে যাত্রীরা। অবরোধ ছিল সকাল ১১.০৫ থেকে ১১.৫৪ মিনিট পর্যন্ত। যাত্রী সুরক্ষা ও সাবওয়ে তৈরির দাবিতে এই অবরোধ।

দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই রেল অবরোধের জেরে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। শিয়ালদা বনগাঁ বসিরহাট শাখার ট্রেন চলাচলের সময় সাবওয়ে না থাকার সমস্যায় পড়ছে যাত্রীরা। নানা দুর্ঘটনা ও জীবনহানির ঘটনা ঘটছে। যাত্রীদের জন্য যা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে টিকিট কাউন্টার থাকলেও তা কার্যকর নয়। স্টেশনের ওভারহেড ব্রিজটি অত্যন্ত অকার্যকর যার ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধানের জন্য দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাবওয়ে নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁদের দাবি সাবওয়ে নির্মাণ করলে মানুষের নিরাপত্তা এবং যাতায়াত সহজ হবে।

ঘটনার খবর পেয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় দমদম ও জিআরপি থানার পুলিশ। দীর্ঘ দু ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।