Rail blockade: সাবওয়ের দাবিতে রেল অবরোধ

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের লোকাল ট্রেনে ভোগান্তি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ (Rail blockade) । অফিস টাইমে ব্যাহত ট্রেন চলাচল। যার জেরে ভোগান্তিতে যাত্রীরা। অবরোধ (Rail blockade) ছিল সকাল ১১.০৫ থেকে ১১.৫৪ মিনিট পর্যন্ত। যাত্রী সুরক্ষা ও সাবওয়ে তৈরির দাবিতে এই অবরোধ।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই রেল অবরোধের জেরে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। শিয়ালদা বনগাঁ বসিরহাট শাখার ট্রেন চলাচলের সময় সাবওয়ে না থাকার সমস্যায় পড়ছে যাত্রীরা। নানা দুর্ঘটনা ও জীবনহানির ঘটনা ঘটছে। যাত্রীদের জন্য যা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে টিকিট কাউন্টার থাকলেও তা কার্যকর নয়। স্টেশনের ওভারহেড ব্রিজটি অত্যন্ত অকার্যকর যার ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্যার সমাধানের জন্য দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাবওয়ে নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁদের দাবি সাবওয়ে নির্মাণ করলে মানুষের নিরাপত্তা এবং যাতায়াত সহজ হবে।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

ঘটনার খবর পেয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় দমদম ও জিআরপি থানার পুলিশ। দীর্ঘ দু ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:   https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

স্থানীয় বাসিন্দাদের দাবি, শিয়ালদহ-বনগাঁ, বসিরহাট শাখার যাত্রীদের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হয়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। সাবওয়ে না থাকায় দীর্ঘদিন ধরেই প্রবল সমস্যার সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি স্টেশনে একটি টিকিট কাউন্টার নির্মাণেরও দাবি জানান তাঁরা। অবরোধ শুরু হতেই ছুটে আসেন রেলের কর্তারা। অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।