Purnadas Baul: একতারা হাতে বাউল গান

কলকাতা শহর সংস্কৃতি

নিউজ পোল বিনোদন: বুধবার কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ‘দি বাউল অফ বেঙ্গল’ আয়োজনে (বিশ্বের দরবারে বাংলার মান একতারা হাতে বাউল গান) এক বাউল গানের আয়োজন করা হয়। যেখানে নক্ষত্র হিসেবে উপস্থিত ছিলেন বাউল সম্রাট, পন্ডিত পূর্ণদাস বাউল (Purnadas Baul) ।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কিঙ্কর ভিত্তল রামানুজ মহারাজ, সীতারাম দাস, ওমকারনাথ ঠাকুর। এই অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন ‘দি বাউল অফ বেঙ্গলের ছাত্রছাত্রীরা সহ মহাদেব দাস বাউল ও তার সম্প্রদায়। জি সারেগামাপা খ্যাত সুস্মিতা সরকার।

এই অনুষ্ঠানের শুরু থেকেই বিশেষ আকর্ষণ ছিল ৯২ বছর বয়সী বাউল সম্রাট পূর্ণদাস বাউলের (Purnadas Baul) গান। যা এদিনের অনুষ্ঠানে মুগ্ধ করে সকলকে। বাবার সাথে সহযোগিতায় ছিলেন তাঁর পুত্র দিব্যেন্দ্যু দাস বাউল। এদিন তিনি জানান, ‘১৫ বছর আগে ৫ ফেব্রুয়ারি তাঁর মাতৃবিয়োগ হয়। গত হন মা মঞ্জু দাস। বহুদিন ধরেই তিনি বাংলার ছেলেমেয়েদের জন্য শিক্ষার উন্নতি চেয়ে জন্যসমাজমূলক কাজে জড়িত ছিলেন। এর পাশাপাশি ‘দি বাউল অফ বেঙ্গল’ উনারই সৃষ্টি।

দিব্যেন্দু বলেন, ‘মা মারা যাওয়ার পর থেকে মাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য এই দিনটিতে আমরা সকলে মিলে গানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নিউজ পোলের জয়েন্ট এডিটর দেবোপম সরকারের সাথে একান্তে বাউল সম্রাট পূর্ণোদাস বাউল বলেন, বাউল গান হল মনের ভাবনাকে গানের মাধ্যমে প্রকাশ করা। গান নিয়ে অনেক রিসার্চ হয়েছে কিন্তু এখনও মানুষের হৃদয়ে এখনও রেখাপাত করে প্রকৃত বাউল গান। আমি অত্যন্ত খুশি

আজকালকার প্রজন্মের ছেলেমেরাও বাউল গান গাইছে এবং চর্চা করছে। দেখে ভালো লাগছে যে বিরানব্বই বছর বয়সে এসে ঈশ্বর ও বাবা মায়ের আশীর্বাদে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে পেরেছি। বাউল গান তুলে ধরে সমান সামনে প্রসংশিত হয়েছি। আমি চেষ্টা করি এই বাউল গান আগামী দিনের ছেলেমেয়েরা আরও ভালোভাবে রপ্ত করে পৃথিবীর দরবারে তুলে ধরবেন’। এদিন বিভিন্ন বিশিষ্ট অতিথিদের হাতে পূর্ণদাস বাউলের স্ত্রী প্রয়াত মঞ্জু দাসের নামাঙ্কিত স্বারক তুলে দেওয়া হয়। সবশেষে নিউজ পোলকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান বাউল সম্রাট পূর্নদাস বাউল।